২০২৩ ক্রোয়েশিয়া পুরুষ ক্রিকেট দলের হাঙ্গেরি সফর |
---|
|
|
|
---|
|
হাঙ্গেরি |
ক্রোয়েশিয়া |
---|
তারিখ |
৫ আগস্ট ২০২৩ – ৬ আগস্ট ২০২৩ |
---|
অধিনায়ক |
বিনোদ রবীন্দ্রন |
ভেদরান জানকো |
---|
|
ফলাফল |
৩ ম্যাচের সিরিজে হাঙ্গেরি ২–০ ব্যবধানে জয়ী |
---|
সর্বাধিক রান |
শেখ রাসিক (৭৮) |
নাসিম খান (৪১) |
---|
সর্বাধিক উইকেট |
আব্বাস গনি (৪) |
ক্রিস্টোফার অসবোর্ন (৩) |
---|
সিরিজ সেরা খেলোয়াড় |
শেখ রাসিক (হাঙ্গেরি) |
---|
ক্রোয়েশিয়া পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য হাঙ্গেরি সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ সোদলিগেতের গ্লোভার বোনাস ওভালে অনুষ্ঠিত হয়।[২] সিরিজে হাঙ্গেরি ২–০ ব্যবধানে জয়ী হয়।[৩]
দলীয় সদস্য
হাঙ্গেরি[৪]
|
ক্রোয়েশিয়া[৫]
|
- বিনোদ রবীন্দ্রন (অধি.) (উই.)
- অভিজিত আহুজা
- অভিতেশ পরাশর
- অভিষেক আহুজা (উই.)
- অভিষেক রাজ
- আব্বাস গনি
- আলি ইয়ালমাজ
- ক্রিস্টোফ ডাউল
- খাইবার দেলদার
- জাহির সাফি মোহাম্মদ
- জিশান খান কুকিখেল
- ভবানীপ্রসাদ আডপক
- যাদবিন্দর সিং
- শেখ রাসিক
- সন্দীপ মোহনদাস
|
- ভেদরান জানকো (অধি.)
- আমান মহেশ্বরী
- আলেন মাগদালেনিচ
- ইভান মাতিচ
- ইভান স্লিপচেভিচ (উই.)
- ওয়াসাল কামাল
- ক্রিস্টোফার অসবোর্ন
- নাসিম খান
- পেরো বোসনিয়াক (উই.)
- বসু পুলিবন্তী
- সোহেল আহমদ
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
|
ব
|
|
শেখ রাসিক ৫৩ (৩১) ক্রিস্টোফার অসবোর্ন ৩/২৫ (৩ ওভার)
|
|
ওয়াসাল কামাল ২৭ (১০) সন্দীপ মোহনদাস ৩/৩৩ (৪ ওভার)
|
হাঙ্গেরি ১৪৫ রানে জয়ী গ্লোভার বোনাস ওভাল, সোদলিগেত আম্পায়ার: শ্রীনিবাস মণ্ডলি (হাঙ্গেরি) ও সাই গৌতম (হাঙ্গেরি) ম্যাচ সেরা খেলোয়াড়: শেখ রাসিক (হাঙ্গেরি)
|
- হাঙ্গেরি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আব্বাস গনি, শেখ রাসিক (হাঙ্গেরি), ক্রিস্টোফার অসবোর্ন, ইভান মাতিচ, ইভান স্লিপচেভিচ ও বসু পুলিবন্তী (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ম্যাচ পরিত্যক্ত গ্লোভার বোনাস ওভাল, সোদলিগেত আম্পায়ার: শ্রীনিবাস মণ্ডলি (হাঙ্গেরি) ও সাই গৌতম (হাঙ্গেরি)
|
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
৩য় টি২০আই
|
ব
|
|
নাসিম খান ২৭ (২২) বিনোদ রবীন্দ্রন ৩/৬ (৩.৩ ওভার)
|
|
শেখ রাসিক ২৫* (১৪) নাসিম খান ১/৮ (১ ওভার)
|
হাঙ্গেরি ৭ উইকেটে জয়ী গ্লোভার বোনাস ওভাল, সোদলিগেত আম্পায়ার: শ্রীনিবাস মণ্ডলি (হাঙ্গেরি) ও সাই গৌতম (হাঙ্গেরি) ম্যাচ সেরা খেলোয়াড়: শেখ রাসিক (হাঙ্গেরি)
|
- ক্রোয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- যাদবিন্দর সিং (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
মে ২০২৩ | |
---|
জুন ২০২৩ | |
---|
জুলাই ২০২৩ | |
---|
আগস্ট ২০২৩ | |
---|
সেপ্টেম্বর ২০২৩ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|