২০২৩ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ

২০২৩ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ
 
  গার্নসি জার্সি
তারিখ ২৪ ‍জুন ২০২৩ – ২৫ জুন ২০২৩
অধিনায়ক ক্রিস্টা দ্য লা মার ক্লোয়ি গ্রিশান
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জার্সি ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ফ্রান্সেসকা বুলপিট (৩১)
রোজি ডেভিস (৩১)
গ্রেস ওয়েদারঅল (৮৪)
সর্বাধিক উইকেট এমিলি মেরিয়ঁ (৫) ক্লোয়ি গ্রিশান (৪)

২০২৩ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি গার্নসিজার্সির অংশগ্রহণে ২০২৩ সালের জুন মাসে গার্নসিতে অনুষ্ঠিত হয়।[] সিরিজে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়,[] যে ম্যাচসমূহ ক্যাস্টেলের রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হয়।[] ২০২২ সালে অনুষ্ঠিত নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজের সর্বশেষ আসরে বিজয়ী হয়েছিল জার্সি।[]

সিরিজে ৩–০ ব্যবধানে জয়লাভ করে জার্সি।[]

সিরিজটি শেষ হওয়ার পর ২০২৩ সালের জুলাই মাসে পুরুষদের আন্তঃদ্বৈপ সিরিজ অনুষ্ঠিত হবে।[]

দলীয় সদস্য

 গার্নসি[]  জার্সি[]
  • ক্রিস্টা দ্য লা মার (অধি.) (উই.)
  • অলিভিয়া মরগান
  • অ্যালিস ডেভিস
  • ইভা বুরগেজ (উই.)
  • এমিলি মেরিয়ঁ
  • এলিজাবেথ ড্যালিসন
  • এলিস মিলিংটন
  • ক্লেয়ার জেনিংস
  • ফিলিপা স্তাহেলিন
  • ফ্রান্সেসকা বুলপিট (উই.)
  • মলি রবিনসন
  • রেবেকা হাবার্ড
  • রোজি ডেভিস
  • হানা অয়লেনকাম্প
  • ক্লোয়ি গ্রিশান (অধি.)
  • আনালিস মেরিট
  • এইমি এইকেনহেড
  • এরিন গুজ
  • গ্রেস ওয়েদারঅল
  • জর্জিয়া ম্যালেট (উই.)
  • ট্রিনিটি স্মিথ
  • ফ্লোরি কপলি
  • ফ্লোরেন্স তঁগি
  • মারিয়া দা রোশা
  • মিয়া ম্যাগুয়ায়ার (উই.)
  • রোজ হিল
  • লিলি গ্রেগ

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৪ জুন ২০২৩
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
১৩৯/৬ (২০ ওভার)
 গার্নসি
৭৮/৯ (২০ ওভার)
মিয়া ম্যাগুয়ায়ার ২৬* (৩৭)
এমিলি মেরিয়ঁ ৩/২৪ (৩ ওভার)
ক্রিস্টা দ্য লা মার ২৩ (২৭)
ফ্লোরি কপলি ৩/১২ (৪ ওভার)
জার্সি ৬১ রানে জয়ী
রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল
আম্পায়ার: মাইক কিন্ডার (গার্নসি) ও স্টুয়ার্ট হজসন (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্লোয়ি গ্রিশান (জার্সি)
  • গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালিস ডেভিস, এলিস মিলিংটন, ক্রিস্টা দ্য লা মার ও রোজি ডেভিস (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

২৪ জুন ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
গার্নসি 
৮৪/৮ (২০ ওভার)
 জার্সি
৮৫/২ (১২ ওভার)
রোজি ডেভিস ২২ (৪৫)
গ্রেস ওয়েদারঅল ২/৮ (৩ ওভার)
লিলি গ্রেগ ২৬* (৪০)
ফ্রান্সেসকা বুলপিট ১/১৪ (৩ ওভার)
জার্সি ৮ উইকেটে জয়ী
রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল
আম্পায়ার: মাইক কিন্ডার (গার্নসি) ও স্টুয়ার্ট হজসন (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোজি ডেভিস (গার্নসি)
  • গার্নসি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৫ জুন ২০২৩
১২:৩০
স্কোরকার্ড
জার্সি 
১৯৬/৩ (২০ ওভার)
 গার্নসি
৩৮ (১৩ ওভার)
আনালিস মেরিট ৫৮ (৩২)
মলি রবিনসন ১/১৭ (২ ওভার)
রোজি ডেভিস ৯ (১০)
রোজ হিল ২/৪ (২ ওভার)
জার্সি ১৫৮ রানে জয়ী
রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল
আম্পায়ার: ক্রিস হার্লি (গার্নসি) ও স্টুয়ার্ট হজসন (জার্সি)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনালিস মেরিট (জার্সি)
  • গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইভা বুরগেজ (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. @guernseycricket (২২ জুন ২০২৩)। "Women's International Cricket🏏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  2. "Guernsey Cricket to host Women's Inter-Insular T20 Internationals in June"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  3. "Jersey Women tour of Guernsey: Squads, Fixtures, Venue, Live and many more"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  4. "A home hat-trick"জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২ 
  5. "Greens show promise despite series defeat"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ 
  6. @guernseycricket (২০ জুন ২০২৩)। "Women & Men T20I Inter Insular Cup matches with @cricketinjersey" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. @guernseycricket (২৩ জুন ২০২৩)। "We take on Jersey in a T20I Tri series at the @kgvguernsey over the weekend" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  8. @cricketinjersey (২২ জুন ২০২৩)। "🔴 WOMENS CRICKET 🔴" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!