২০২৩ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ |
---|
|
|
|
---|
|
গার্নসি |
জার্সি |
---|
তারিখ |
২৪ জুন ২০২৩ – ২৫ জুন ২০২৩ |
---|
অধিনায়ক |
ক্রিস্টা দ্য লা মার |
ক্লোয়ি গ্রিশান |
---|
|
ফলাফল |
৩ ম্যাচের সিরিজে জার্সি ৩–০ ব্যবধানে জয়ী |
---|
সর্বাধিক রান |
ফ্রান্সেসকা বুলপিট (৩১) রোজি ডেভিস (৩১) |
গ্রেস ওয়েদারঅল (৮৪) |
---|
সর্বাধিক উইকেট |
এমিলি মেরিয়ঁ (৫) |
ক্লোয়ি গ্রিশান (৪) |
---|
২০২৩ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি গার্নসি ও জার্সির অংশগ্রহণে ২০২৩ সালের জুন মাসে গার্নসিতে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়,[২] যে ম্যাচসমূহ ক্যাস্টেলের রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হয়।[৩] ২০২২ সালে অনুষ্ঠিত নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজের সর্বশেষ আসরে বিজয়ী হয়েছিল জার্সি।[৪]
সিরিজে ৩–০ ব্যবধানে জয়লাভ করে জার্সি।[৫]
সিরিজটি শেষ হওয়ার পর ২০২৩ সালের জুলাই মাসে পুরুষদের আন্তঃদ্বৈপ সিরিজ অনুষ্ঠিত হবে।[৬]
দলীয় সদস্য
গার্নসি[৭]
|
জার্সি[৮]
|
- ক্রিস্টা দ্য লা মার (অধি.) (উই.)
- অলিভিয়া মরগান
- অ্যালিস ডেভিস
- ইভা বুরগেজ (উই.)
- এমিলি মেরিয়ঁ
- এলিজাবেথ ড্যালিসন
- এলিস মিলিংটন
- ক্লেয়ার জেনিংস
- ফিলিপা স্তাহেলিন
- ফ্রান্সেসকা বুলপিট (উই.)
- মলি রবিনসন
- রেবেকা হাবার্ড
- রোজি ডেভিস
- হানা অয়লেনকাম্প
|
- ক্লোয়ি গ্রিশান (অধি.)
- আনালিস মেরিট
- এইমি এইকেনহেড
- এরিন গুজ
- গ্রেস ওয়েদারঅল
- জর্জিয়া ম্যালেট (উই.)
- ট্রিনিটি স্মিথ
- ফ্লোরি কপলি
- ফ্লোরেন্স তঁগি
- মারিয়া দা রোশা
- মিয়া ম্যাগুয়ায়ার (উই.)
- রোজ হিল
- লিলি গ্রেগ
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
|
ব
|
|
মিয়া ম্যাগুয়ায়ার ২৬* (৩৭) এমিলি মেরিয়ঁ ৩/২৪ (৩ ওভার)
|
|
ক্রিস্টা দ্য লা মার ২৩ (২৭) ফ্লোরি কপলি ৩/১২ (৪ ওভার)
|
জার্সি ৬১ রানে জয়ী রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল আম্পায়ার: মাইক কিন্ডার (গার্নসি) ও স্টুয়ার্ট হজসন (জার্সি) ম্যাচ সেরা খেলোয়াড়: ক্লোয়ি গ্রিশান (জার্সি)
|
- গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যালিস ডেভিস, এলিস মিলিংটন, ক্রিস্টা দ্য লা মার ও রোজি ডেভিস (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
|
ব
|
|
রোজি ডেভিস ২২ (৪৫) গ্রেস ওয়েদারঅল ২/৮ (৩ ওভার)
|
|
লিলি গ্রেগ ২৬* (৪০) ফ্রান্সেসকা বুলপিট ১/১৪ (৩ ওভার)
|
জার্সি ৮ উইকেটে জয়ী রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল আম্পায়ার: মাইক কিন্ডার (গার্নসি) ও স্টুয়ার্ট হজসন (জার্সি) ম্যাচ সেরা খেলোয়াড়: রোজি ডেভিস (গার্নসি)
|
- গার্নসি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
|
ব
|
|
আনালিস মেরিট ৫৮ (৩২) মলি রবিনসন ১/১৭ (২ ওভার)
|
|
রোজি ডেভিস ৯ (১০) রোজ হিল ২/৪ (২ ওভার)
|
জার্সি ১৫৮ রানে জয়ী রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল আম্পায়ার: ক্রিস হার্লি (গার্নসি) ও স্টুয়ার্ট হজসন (জার্সি) ম্যাচ সেরা খেলোয়াড়: আনালিস মেরিট (জার্সি)
|
- গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইভা বুরগেজ (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
মে ২০২৩ | |
---|
জুন ২০২৩ | |
---|
জুলাই ২০২৩ | |
---|
আগস্ট ২০২৩ | |
---|
সেপ্টেম্বর ২০২৩ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|