২০২৩ জিব্রাল্টার ত্রিদেশীয় সিরিজ |
---|
তারিখ | ৪ মে ২০২৩ – ৭ মে ২০২৩ |
---|
স্থান | জিব্রাল্টার |
---|
ফলাফল | পর্তুগাল সিরিজে জয়ী |
---|
সিরিজ সেরা খেলোয়াড় | কুলদীপ গোলিয়া |
---|
|
← → |
২০২৩ জিব্রাল্টার ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের মে মাসে জিব্রাল্টারে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক জিব্রাল্টারের সঙ্গে অংশগ্রহণ করে পর্তুগাল ও মাল্টা।[২] সিরিজের ম্যাচসমূহ ইউরোপা ক্রীড়া কমপ্লেক্সের অন্তর্গত ইউরোপা পয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩] ২০২৩ সালের এপ্রিল মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[৪]
সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।[৫]
দলীয় সদস্য
জিব্রাল্টার[৬]
|
পর্তুগাল[৭]
|
মাল্টা
|
- বালাজি অবিনাশ পাই (অধি.)
- অ্যান্ড্রু রেয়েস
- ইয়ান ল্যাটিন
- কবির মিরপুরি
- কেইরন স্ট্যাগনো (উই.)
- কেনরয় নেস্টর
- জুলিয়ান ফ্রেয়োন
- জেমস ফিৎসজেরাল্ড
- জোনাথান ওয়েস্ট (উই.)
- জ্যাক হরকস
- নিখিল আদভানি
- ব্রায়ান জ্যামিট
- রিচার্ড হ্যাচম্যান
- লুই ব্রুস
- সমর্থ বোধা
|
- নাজাম শাহজাদ (অধি.)
- অ্যান্থনি চেম্বারস (উই.)
- আজহার আনদানি
- আমির জাইব
- আসাদ মাহমুদ
- কনর্যাড গ্রিনশিল্ডস
- কুলদীপ গোলিয়া (উই.)
- জুনায়েদ খান
- জোহাইব সারওয়ার
- ফ্রঁসোয়াজ স্তোমান (উই.)
- মিগেল মাশাদো (উই.)
- মুবিন তারিক
- সিরাজউল্লাহ খাদেম
- সুমন ঘিমিরে
- সৈয়দ মাইসাম আলি
|
- বরুণ তমোতরম (অধি.)
- অমর শর্মা
- অশোক বিষ্ণোই
- আফতাব আলম খান (উই.)
- জসপাল সিং
- জেইসন জেরোম
- ডেভিড মার্কস
- দর্শিত রাজেন্দ্রকুমার (উই.)
- নিরাজ খান্না
- নোবেল খোসলা
- ফজলুর রহমান
- ফানিয়ান মুঘল
- বেসিল জর্জ
- যশ প্রতাপ সিং
- রায়ান বাস্তিয়ানস
- স্যামুয়েল স্তানিসলাউস
|
পয়েন্ট তালিকা
চ্যাম্পিয়ন
সূচি
|
ব
|
|
নাজাম শাহজাদ ৪৪ (২৯) ফজলুর রহমান ২/২৬ (৪ ওভার)
|
|
|
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জসপাল সিং, দর্শিত রাজেন্দ্রকুমার, ফজলুর রহমান ও ফানিয়ান মুঘল (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
- সিরাজউল্লাহ খাদেম প্রথম পর্তুগিজ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
|
ব
|
|
কেইরন স্ট্যাগনো ৮৬ (৩৮) নাজাম শাহজাদ ৩/৩৪ (৪ ওভার)
|
|
মিগেল মাশাদো ৫৪* (৪৫) সমর্থ বোধা ১/৩৫ (৪ ওভার)
|
পর্তুগাল ৭ উইকেটে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: জেরেমি পেরেস (জিব্রাল্টার) ও সেবাস্তিয়ান মেইনার্ড (স্পেন) ম্যাচ সেরা খেলোয়াড়: কেইরন স্ট্যাগনো (জিব্রাল্টার)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জোনাথান ওয়েস্ট (জিব্রাল্টার) ও মুবিন তারিক (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।
|
ব
|
|
নাজাম শাহজাদ ৪৭ (২৭) অশোক বিষ্ণোই ৪/৩৫ (৪ ওভার)
|
|
রায়ান বাস্তিয়ানস ৪৬ (৪১) ফ্রঁসোয়াজ স্তোমান ৩/১৬ (৪ ওভার)
|
পর্তুগাল ১৭ রানে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: জেরেমি পেরেস (জিব্রাল্টার) ও রিচার্ড কানিংহাম (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রঁসোয়াজ স্তোমান (পর্তুগাল)
|
- পর্তুগাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
|
ব
|
|
ইয়ান ল্যাটিন ৮৯ (৪৭) যশ প্রতাপ সিং ১/২৬ (৪ ওভার)
|
|
স্যামুয়েল স্তানিসলাউস ৪৩ (৪৮) বালাজি অবিনাশ পাই ৩/১৩ (৪ ওভার)
|
জিব্রাল্টার ৪৩ রানে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: আদেতায়ো আতোলোইয়ে (জিব্রাল্টার) ও স্টিভ মামফোর্ড (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ান ল্যাটিন (জিব্রাল্টার)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- যশ প্রতাপ সিং (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
|
ব
|
|
লুই ব্রুস ৫২ (৩৪) ফজলুর রহমান ৪/৩২ (৪ ওভার)
|
|
অমর শর্মা ১৩ (১৭) কবির মিরপুরি ৩/১৬ (৪ ওভার)
|
জিব্রাল্টার ৮০ রানে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: আদেতায়ো আতোলোইয়ে (জিব্রাল্টার) ও জেরেমি পেরেস (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: লুই ব্রুস (জিব্রাল্টার)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
|
ব
|
|
লুই ব্রুস ২২ (১৩) ফ্রঁসোয়াজ স্তোমান ২/৫ (৪ ওভার)
|
|
কুলদীপ গোলিয়া ৫৬* (৩২) অ্যান্ড্রু রেয়েস ১/২০ (৩ ওভার)
|
পর্তুগাল ৯ উইকেটে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: জেরেমি পেরেস (জিব্রাল্টার) ও স্টিভ মামফোর্ড (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ গোলিয়া (পর্তুগাল)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ব্রায়ান জ্যামিট (জিব্রাল্টার) ও আসাদ মাহমুদ (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।
|
ব
|
|
জসপাল সিং ৬৫* (৫১) নাজাম শাহজাদ ২/২৪ (৩ ওভার)
|
|
কুলদীপ গোলিয়া ৮০ (৩১) ফানিয়ান মুঘল ১/১৬ (২ ওভার)
|
পর্তুগাল ৭ উইকেটে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: আদেতায়ো আতোলোইয়ে (জিব্রাল্টার) ও স্টিভ মামফোর্ড (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ গোলিয়া (পর্তুগাল)
|
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
|
ব
|
|
|
|
সুমন ঘিমিরে ২৭* (১৩) অ্যান্ড্রু রেয়েস ২/১০ (৩ ওভার)
|
পর্তুগাল ১ উইকেটে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: আদেতায়ো আতোলোইয়ে (জিব্রাল্টার) ও সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: সুমন ঘিমিরে (পর্তুগাল)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
|
ব
|
|
বরুণ তমোতরম ৬০* (৩০) কবির মিরপুরি ৩/২৫ (৪ ওভার)
|
|
কেইরন স্ট্যাগনো ৩৬ (১৪) ফজলুর রহমান ৪/১৫ (৪ ওভার)
|
মাল্টা ১ রানে জয়ী ইউরোপা পয়েন্ট স্টেডিয়াম, দক্ষিণ জেলা আম্পায়ার: সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার) ও সেবাস্তিয়ান মেইনার্ড (স্পেন) ম্যাচ সেরা খেলোয়াড়: ফজলুর রহমান (মাল্টা)
|
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
মে ২০২৩ | |
---|
জুন ২০২৩ | |
---|
জুলাই ২০২৩ | |
---|
আগস্ট ২০২৩ | |
---|
সেপ্টেম্বর ২০২৩ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|