সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ২০০৪ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ২০০৩ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১] ২০২১ সালে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে কোন আয়োজন অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালে ২৩তম আয়োজন থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব চলচ্চিত্রসমূহকে এই বিভাগে মনোনয়নের জন্য বিবেচিত করা হয়।
নিচের তালিকায় প্রথমোক্ত নামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চলচ্চিত্র ও প্রযোজকদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।