ইভটিজিং পরিচালক কাজী হায়াৎ প্রযোজক রচয়িতা কাজী হায়াৎ শ্রেষ্ঠাংশে সুরকার সাগীর আহমেদ চিত্রগ্রাহক এস. এম. আজহার সম্পাদক শহিদুল হক প্রযোজনা কোম্পানি পরিবেশক কাজী হায়াৎ ফিল্মস্ মুক্তি
৬ সেপ্টেম্বর ২০১৩ (2013-09-06 )
স্থিতিকাল ১৪৩ মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা
ইভটিজিং কাজী হায়াৎ রচিত ও পরিচালিত ২০১৩ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। কাজী মারুফ ফিল্মস্ -এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন মোহাম্মদ মোকাররম সর্দার ও কাজী মারুফ । নারী উত্ত্যক্তকরণ নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কাজী মারুফ, তমা মির্জা , মিজু আহমেদ , কাজী হায়াৎ ও কাবিলা । চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেন সাগীর আহমেদ।
চলচ্চিত্রটি ২০১৩ সালের ৬ই সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় ও ব্যবসাসফল হয়। এটি ৩৫তম বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে একটি পুরস্কার[ ১] এবং ১৬তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র - সমালোচক (মারুফ), সেরা চলচ্চিত্র পরিচালক - সমালোচক (হায়াৎ), ও সেরা চলচ্চিত্র অভিনেত্রী - সমালোচক (তমা) বিভাগে তিনটি মনোনয়ন লাভ করে।[ ২]
অভিনয়শিল্পী
কাজী মারুফ - কাশেম আলী
তমা মির্জা - কুলসুম
মিজু আহমেদ - কানা মোল্লা
কাজী হায়াৎ - মণি ডাক্তার
কাবিলা - ডোম কানাই
হাবিব খান
সোহেল বাবু
মোহাম্মদ আশরাফুল ইসলাম
গোলাম মাওলা
দুলারী
নাসরিন
রাশেদা চৌধুরী
গুলশান আরা
মারিয়া চৌধুরী - হোসনে আরা
রুমা মুনতাসির
ডাবলু বেপারী
কবির
দেলোয়ার হোসেন
উজ্জ্বল
মোঃ জাকির হোসেন
বুলেট
এস. আই. সালাউদ্দিন
এস. আই. রফিকুল ইসলাম
নিরঞ্জন বিশ্বাস
সাহদাত হোসেন
আলাউদ্দিন
জাহানারা
সঙ্গীত
ইভটিজিং চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাগীর আহমেদ। গানের গীত লিখেছেন মুনশী ওয়াদুদ , ঠাকুর দ্বীজদাস ও মজিবুর রহমান পলাশ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন , আলম আরা মিনু , ফকির সাহাবুদ্দিন, পুলক, বিউটি, নির্ঝর, সাগীর।
মুক্তি
চলচ্চিত্রটি ২০১৩ সালের ৬ই সেপ্টেম্বর বাংলাদেশে ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[ ৩] হল মালিক সমিতির হিসাব অনুযায়ী এটি সেই বছরের পঞ্চম সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র।[ ৪]
পুরস্কার
৩৫তম বাচসাস পুরস্কার
১৬তম মেরিল-প্রথম আলো পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
পরিচালিত চলচ্চিত্র কাহিনী ও চিত্রনাট্য