লুটতরাজ ১৯৯৭ সালের বাংলাদেশী রাজনৈতিক পটভূমির প্রেক্ষাপটনির্ভর মারপিট নাট্ট্যধর্মী চলচ্চিত্র।[৩] চলচ্চিত্রটি কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যনারে প্রযোজনা করেছেন অভিনেতা মান্না,লুটতরাজ চিত্রনায়ক মান্না প্রযোজিত ১ম চলচ্চিত্র।[৪][৫] এটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, দিতি, মৌসুমী ও রাজিব।[৬][৭][৮][৯]
চলচ্চিত্রটি ১৯৯৭ বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি সুপারহিট ব্যবসা করে।[৩]