ধোকা

ধোকা
ধোকা চলচ্চিত্রের ভিসিডি কভার
পরিচালকশাহীন সুমন
চিত্রনাট্যকারশাহীন-সুমন
কাহিনিকারআবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকএম এইচ স্বপন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
মুক্তি
  • ১ জানুয়ারি ২০০৭ (2007-01-01)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ধোকা হল শাহীন-সুমন পরিচালিত ২০০৭ সালের বাংলাদেশী মারপিটধর্মী রোমহর্ষক চলচ্চিত্র। এর কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং চিত্রনাট্য লিখেছেন শাহীন-সুমন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মান্না, পূর্ণিমা, শায়লা ও মিশা সওদাগর[][]

এটি ২০০৫ সালের তামিল ভাষার গজিনী চলচ্চিত্রের বাংলাদেশী অনানুষ্ঠানিক পুনর্নির্মাণ। ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কারে শাহীন-সুমন পরিচালক যুগল এই চলচ্চিত্র পরিচালনার জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক এবং পূর্ণিমা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।[]

কুশীলব

  • মান্না - জাহিদ জুবায়ের
  • পূর্ণিমা - বন্যা চৌধুরী
  • শায়লা - ঈশিতা
  • মেহেদী - শিমুল
  • মিশা সওদাগর - ইদ্রিস
  • আজহারুল ইসলাম খান
  • আবু সাঈদ খান
  • রাজু সরকার
  • আরজু খান
  • কমল পাটেকর
  • গুলজার খান
  • হায়দার
  • স্বপ্না
  • প্রিয়া
  • তানিয়া
  • জেসমিন
  • কেয়া
  • শিলা
  • সিরাজ হায়দার - পুলিশ কর্মকর্তা
  • সুশান্ত
  • নাসির
  • কালেখা
  • কে কে শামীম
  • সৈয়দ আক্তার আলী - অন্ধ ব্যক্তি
  • সোহেল

সঙ্গীত

ধোকা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা এবং গীত রচনা করেছেন কবির বকুল। গানে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভীন, পলাশ, অনিমা ডি কস্টা, রূপম, আরিফ ও মিমি।

পুরস্কার

১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্র

  1. "আজকের ছবি-Prothom Alo | Most popular bangla daily newspaper"archive.prothom-alo.com। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  2. "টিভিতে সিনেমা"সমকাল (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  3. "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৭"দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!