সাইদ জাফরি

সাইদ জাফরি

জন্ম(১৯২৯-০১-০৮)৮ জানুয়ারি ১৯২৯
মৃত্যু১৫ নভেম্বর ২০১৫(2015-11-15) (বয়স ৮৬)
সমাধিগানার্সবারি সেমাট্রি
জাতীয়তাব্রিটিশ, ভারতীয়
শিক্ষাএলাহাবাদ বিশ্ববিদ্যালয় (বিএ, এমএ)
ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা (এমএফএ)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬১-২০১৪
দাম্পত্য সঙ্গী
  • মধুর বাহাদুর
    (বি. ১৯৫৮; বিচ্ছেদ. ১৯৬৬)
  • জেনিফার সরেল
    (বি. ১৯৮০; মৃ. ২০১৫)
সন্তান৩, সাকিনা-সহ

সাইদ জাফরি (৮ই জানুয়ারি ১৯২৯ - ১৫ নভেম্বর ২০১৫) একজন ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।[] ছয় দশকের অধিক সময়ের কর্মজীবনে তিনি বেতার, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন, এবং শতাধিক ভারতীয়, ব্রিটিশ ও মার্কিন চলচ্চিত্রে অভিনয় করেছেন।[] মাই বিউটিফুল লন্ড্রেট (১৯৮৫) চলচ্চিত্র এবং দ্য জুয়েল ইন দ্য ক্রাউন (১৯৮৪), তান্দুরি নাইটস (১৯৮৫-১৯৮৭) ও লিটল নেপোলিয়ন্স (১৯৯৪) টেলিভিশন ধারাবাহিকে তার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তাকে ব্রিটেনের সেরা এশীয় অভিনেতা হিসেবে বিবেচনা করা হত।[] তিনি জেমস আইভরিইসমাইল মার্চেন্টকে একত্রে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন[][][] এবং মার্চেন্ট আইভরি প্রডাকশন্সের দ্য গুরু (১৯৬৯), হুলাবালু ওভার জর্জি অ্যান্ড বনিস পিকচার্স (১৯৭৮), দ্য কোর্টেসান্স অব বোম্বে (১৯৮৩) ও দ্য ডিসিভার্স (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করেন

অভিনীত চলচ্চিত্রসমূহ

তথ্যসূত্র

  1. ভূষণ, ন্যায় (১৬ নভেম্বর ২০১৫)। "Veteran Bollywood Actor Saeed Jaffrey Dies at 86"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  2. "Saeed Jaffrey, actor – obituary"দ্য ডেইলি টেলিগ্রাফ। ১৬ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  3. বাটলার, রবার্ট (৬ জুন ১৯৯৪)। "Saeed Jaffrey's passage from India"দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  4. রাইলি, জন লেমান (১৬ নভেম্বর ২০১৫)। "Saeed Jaffrey: Actor whose career took in India, Hollywood and the UK and who worked with Lean and Attenborough"দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  5. ফেলান, লরেন্স (১৬ ডিসেম্বর ১৯৯৯)। "How We Met: Ismail Merchant & Madhur Jaffrey"দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  6. গুসু, মেল (২ জানুয়ারি ২০০৩)। "Telling Secrets That Worked For a Gambling Life in Films"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!