মাইকেল কিটন (ইংরেজি: Micheal Keaton নামে পরিচিত মাইকেল জন ডগলাস (ইংরেজি: Michael John Douglas; জন্ম: ৫ সেপ্টেম্বর ১৯৫১) হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। তিনি সিবিএস চ্যানেলের সিটকম অল্স ফেয়ার ও দ্য ম্যারি টাইলার মুর আওয়ার এবং হাস্যরসাত্মক চলচ্চিত্র নাইট শিফট (১৯৮২), মিস্টার মম (১৯৮৩), জনি ডেঞ্জারাসলি ১৯৮৪) ও বিটলজুস (১৯৮৮)-এ অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি টিম বার্টনের নাট্যধর্মী সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান (১৯৮৯) ও ব্যাটম্যান রিটার্নস (১৯৯২)-এ নাম ভূমিকায় অভিনয় করে সমাদৃত হন। এছাড়া তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) ও আসন্ন চলচ্চিত্র স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম (২০১৯)-এ ভালচার চরিত্রে অভিনয় করেছেন।