রবার্ট চার্লস ডারমান মিচাম (ইংরেজি: Robert Charles Durman Mitchum; ৬ আগস্ট ১৯১৭ - ১ জুলাই ১৯৯৭)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। তিনি কয়েকটি ধ্রুপদী নোয়া চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে আরোহণ করেন। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে খলনায়কদের অগ্রদূত ছিলেন। তিনি তার অভিনীত আউট অব দ্য পাস্ট (১৯৪৭), দ্য নাইট অব দ্য হান্টার (১৯৫৫) ও কেপ ফিয়ার (১৯৬২) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।[২]দ্য স্টোরি অব জি.আই. জো (১৯৪৫) ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।