অস্টিন বাটলার

অস্টিন বাটলার
ইংরেজি: Austin Butler
২০২২ সালে বাটলার
জন্ম
অস্টিন রবার্ট বাটলার

(1991-08-17) ১৭ আগস্ট ১৯৯১ (বয়স ৩৩)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৫-বর্তমান

অস্টিন রবার্ট বাটলার (ইংরেজি: Austin Robert Butler; জন্ম: ১৭ আগস্ট ১৯৯১) একজন মার্কিন অভিনেতা। তিনি সঙ্গীতধর্মী জীবনীনির্ভর চলচ্চিত্র এলভিস (২০২২)-এ এলভিস প্রেসলি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি অর্জন করেন এবং এই কাজের জন্য নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।

বাটলার টেলিভিশনে ডিজনি চ্যানেল ও নিকেলোডিওনে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি দ্য সিডাব্লিও চ্যানেলের লাইফ আনেক্সপেক্টেড (২০১০-২০১১) ও সুইচড অ্যাট বার্থ (২০১১-২০১২)-এ পুনরাবৃত্তিমূলক চরিত্রসহ বিভিন্ন কিশোর নাট্যধর্মী টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন। তিনি দ্য ক্যারি ডায়েরিজ (২০১৩-২০১৪) ও দ্য শ্যানারা ক্রনিকলস (২০১৬-২০১৭)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০১৮ সালে দ্য আইসম্যান কামেথ-এর পুনরুজ্জীবিতকরণে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে এবং পরের বছর কোয়েন্টিন টারান্টিনোর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এ অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

বাটলার ১৯৯১ সালের ১৭ই আগস্ট ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যানাহাইম শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা লরি অ্যান (জন্মনাম: হাওয়েল) একজন নন্দনতাত্ত্বিক,[] এবং পিতা ডেভিড বাটলার।[][][][] অস্টিনের যখন সাত বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ঘটে।[] অ্যাশলি (জন্ম: ১৯৮৬) নামে তার একজন বড় বোন রয়েছে। অ্যাশলি তার সাথে নেড্‌স ডিক্লাসিফাইড স্কুল সারভাইভাল গাইডে ব্যাকগ্রাউন্ড অভিনয়শিল্পী হিসেবে কাজ করেন।[][]

বাটলারের যখন ১৩ বছর বয়স, তখন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ফেয়ারে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিং ম্যানেজমেন্ট কোম্পানির একজন প্রতিনিধি তাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং বিনোদন জগতে কাজ শুরু করতে সহায়তা করেন।[][][][] তিনি অভিনয় উপভোগ করতে শুরু এবং অভিনয়ের ক্লাস করতে শুরু করেন।[][][]

বাটলার সপ্তম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে তার কাজের সূচী মিলাতে বাড়িতেই পড়াশোনা শুরু করেন।[][] তিনি দশম শ্রেণি পর্যন্ত বাড়িতেই পড়াশোনা চালিয়ে যান এবং পরে রাজ্যের উচ্চ বিদ্যালয়ের সমতুল্য ডিপ্লোমা সিএইচএসপিই পাশ করেন।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র টীকা
২০০৯ অ্যালিয়েন্স ইন দি অ্যাটিক জেক পিয়ারসন
২০১১ শার্পিস ফ্যাবিউলাস অ্যাডভেঞ্চার পেটন লেভারেট ডিরেক্ট-টু-ভিডিও
২০১২ মাই আঙ্কল রাফায়েল কোডি বেক
২০১৫ দি ইনট্রুডার্স নোয়া হেনরি
২০১৬ ইয়োগা হোজার্স হান্টার ক্যালোওয়ে
২০১৮ ডুড টমাস ড্যানিয়েলস
২০১৯ দ্য ডেড ডোন্ট ডাই জ্যাক
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড টেক্স ওয়াটসন
২০২২ এলভিস এলভিস প্রেসলি
২০২৩ ডিউন: পার্ট টু ফেইড-রাউতা নির্মাণাধীন
দ্য বাইকরাইডার্স ঘোষিত হবে নির্মাণাধীন

তথ্যসূত্র

  1. "Lori Anne Howell-Butler Lori A"সান্তা মারিয়া টাইমস। ১৭ সেপ্টেম্বর ২০১৪। আগস্ট ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "Austin Robert Butler"ফ্যামিলি ট্রি লেজেন্ডস। নভেম্বর ১১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "Austin Butler – Sharpay's Fabulous Adventure"পপ টাওয়ার। আগস্ট ৪, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "'Aliens in the Attic': Austin Butler"স্কলাস্টিক.কম। জানুয়ারি ৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Robert-D-Bentley-South-Saint-Paul – User Trees"জিনিয়ালজি.কম। অক্টোবর ৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. ওয়াং, জেন (২১ এপ্রিল ২০২২)। "The Actor Who Would Be King: Austin Butler's Journey to Elvis"ভোগ (ইংরেজি ভাষায়)। এপ্রিল ২১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  7. "Austin Butler – Celebrity"টিভি গাইড। অক্টোবর ২০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. "Austin Butler Interview"পোট্রেট ম্যাগাজিন। ফেব্রুয়ারি ২০০৮। সেপ্টেম্বর ৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. "Austin butler of the CW's 'Life Unexpected'"উইক ইন রিওয়াইন্ড। অক্টোবর ৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!