বাটলার টেলিভিশনে ডিজনি চ্যানেল ও নিকেলোডিওনে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি দ্য সিডাব্লিও চ্যানেলের লাইফ আনেক্সপেক্টেড (২০১০-২০১১) ও সুইচড অ্যাট বার্থ (২০১১-২০১২)-এ পুনরাবৃত্তিমূলক চরিত্রসহ বিভিন্ন কিশোর নাট্যধর্মী টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন। তিনি দ্য ক্যারি ডায়েরিজ (২০১৩-২০১৪) ও দ্য শ্যানারা ক্রনিকলস (২০১৬-২০১৭)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০১৮ সালে দ্য আইসম্যান কামেথ-এর পুনরুজ্জীবিতকরণে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে এবং পরের বছর কোয়েন্টিন টারান্টিনোরওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এ অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
বাটলার ১৯৯১ সালের ১৭ই আগস্ট ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যানাহাইম শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা লরি অ্যান (জন্মনাম: হাওয়েল) একজন নন্দনতাত্ত্বিক,[১] এবং পিতা ডেভিড বাটলার।[২][৩][৪][৫] অস্টিনের যখন সাত বছর বয়স, তখন তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ঘটে।[৬] অ্যাশলি (জন্ম: ১৯৮৬) নামে তার একজন বড় বোন রয়েছে। অ্যাশলি তার সাথে নেড্স ডিক্লাসিফাইড স্কুল সারভাইভাল গাইডে ব্যাকগ্রাউন্ড অভিনয়শিল্পী হিসেবে কাজ করেন।[৪][৭]
বাটলারের যখন ১৩ বছর বয়স, তখন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ফেয়ারে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিং ম্যানেজমেন্ট কোম্পানির একজন প্রতিনিধি তাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং বিনোদন জগতে কাজ শুরু করতে সহায়তা করেন।[৩][৪][৮][৯] তিনি অভিনয় উপভোগ করতে শুরু এবং অভিনয়ের ক্লাস করতে শুরু করেন।[৩][৮][৯]
বাটলার সপ্তম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে তার কাজের সূচী মিলাতে বাড়িতেই পড়াশোনা শুরু করেন।[৭][৮] তিনি দশম শ্রেণি পর্যন্ত বাড়িতেই পড়াশোনা চালিয়ে যান এবং পরে রাজ্যের উচ্চ বিদ্যালয়ের সমতুল্য ডিপ্লোমা সিএইচএসপিই পাশ করেন।
↑"Lori Anne Howell-Butler Lori A"। সান্তা মারিয়া টাইমস। ১৭ সেপ্টেম্বর ২০১৪। আগস্ট ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
↑"Austin Robert Butler"। ফ্যামিলি ট্রি লেজেন্ডস। নভেম্বর ১১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
↑ কখগ"Austin Butler Interview"। পোট্রেট ম্যাগাজিন। ফেব্রুয়ারি ২০০৮। সেপ্টেম্বর ৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।