এই তালিকাভুক্ত অঞ্চলগুলি ভারত সরকার দ্বারা দাপ্তরিক ভাবে স্বীকৃত নাও হতে পারে। তালিকায় এমন অঞ্চলও থাকতে পারে যা বর্তমানে একক ভাবে ভারতীয় অধীরাজ্যের অন্তর্ভুক্ত নয়; যেমন পাঞ্জাব অঞ্চল যা বর্তমানে পাকিস্তান ও ভারতের দ্বারা বিভাজিত এমনই ভাবে বঙ্গ অঞ্চল, কাশ্মীর অঞ্চল ইত্যাদি। এবং মিথিলা, বুন্দেলখণ্ড, আওয়াধ ইত্যাদি ঐতিহাসিক অঞ্চল যা ঐতিহাসিক কালে স্বাধীন রাজ্য বা সাম্রাজ্য ছিলো কিন্তু বর্তমানে তা সরকারীভাবে স্বীকৃত নয়।
উপরের তালিকায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপেরর আয়তন ধরা হয়নি। যদিও দুটিকেই যথাক্রমে পূর্ব ভারত ও দক্ষিণ ভারতে ধরাহয়।[১]
Ċ
এই অনুচ্ছেদটিটি ইংরেজি ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ইংরেজি ভাষার ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে।