২০১২ সালে বিপিএল’র ১ম আসরে দলের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স; পরবর্তীতে একাধিকবার ফ্র্যাঞ্চাইজি মালিকের পাশাপাশি পরিবর্তন হয় দলেরও নাম।
২০১৫ সালে ঢাকা ডায়নামাইটস,২০১৯ সালে ঢাকা প্লাটুন[২], ২০২১ সালে মিনিস্টার ঢাকা[৩], ২০২৩ সালে ঢাকা ডমিনেটর্স[৪], ২০২৪ সালে দুর্দান্ত ঢাকা[৫] নামে মাঠে নামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলটি।
সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর দলটি কিনে নেয় রিমার্ক হারল্যান, এবং দলের নতুন নামকরণ করা হয় ঢাকা ক্যাপিটালস। [৬]
খেলোয়াড় তালিকা
মুস্তাফিজুর রহমান
তানজিদ হাসান তামিম
লিটন কুমার দাস
সাব্বির রহমান রুম্মন
মুনিম শাহরিয়ার
সায়েম আইয়ুব (পাকিস্তান)
জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
হাবিবুর রহমান সোহান
শাহাদাত হোসেন দীপু
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
আবু জায়েদ রাহী
মুকিদুল ইসলাম মুগ্ধ
মুশফিক হাসান
মীর হামজা (পাকিস্তান)
শাহনেওয়াজ দাহানী (পাকিস্তান)
স্টিফেন এস্কিনাজি (ইংল্যান্ড)
আমির হামজা (আফগানিস্তান)
আসিফ হাসান মিতুল
কোচ/স্টাফ
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন।