২০২২ সালের আদমশুমারি অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার মোট জনসংখ্যা ৬,১৭,৫৬০ জন। এর মধ্যে পুরুষ ৩,১২,৯৫৯ জন এবং মহিলা ৩,০৫,৯৬০ জন। মোট পরিবার ১,১৮,১০৯টি।[১] এর মধ্যে মুসলমান ৯২.৯১%, হিন্দু ৬.৮৭%, খ্রীষ্টান ০.০৭%, বৌদ্ধ ০.০৩% ও অন্যান্য ০.১২%।
রেড ক্রিসেন্ট ১টি প্রাইমারি স্কুল ১৩৪টি হাই স্কুল ৪২ কলেজ ৩০টি
পোস্ট অফিস: ৪৭ টি
নদ নদী: ০৩ টি
হাট বাজার: ৪০ টি
ব্যাংক: ১৯ টি (তফসিলী ব্যাংক)।
তথ্যসূত্র
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"চাঁদপুর সদর উপজেলা"। sadar.chandpur.gov.bd। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।