এডওয়ার্ড জি. রবিনসন (ইংরেজি: Edward G. Robinson; জন্ম: এমানুয়েল গোল্ডেনবার্গ, ১২ ডিসেম্বর১৮৯৩ - ২৬ জানুয়ারি ১৯৭৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি হলিউডের স্বর্ণযুগে এক শতাধিক চলচ্চিত্রে এবং ৪০টি ব্রডওয়ে মঞ্চনাটকে অভিনয় করেন।[১] তিনি লিটল সিজার ও কি লার্গো চলচ্চিত্রে গ্যাংস্টার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক প্রসিদ্ধ।