শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।
দলীয় সদস্য
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৮ সেপ্টেম্বর–২ অক্টোবর ২০১৭
|
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- হারিস সোহেল (পাকিস্তান) তার টেস্ট অভিষেক হয়।
- সরফরাজ আহমেদ হয়ে ওঠে টেস্টে পাকিস্তানের ৩২তম অধিনায়ক।
- আম্পায়ার ইয়ান গোল্ড অসুস্থ ছিল এবং ক্ষেত্র নিতে না। তিনি দ্বারা প্রতিস্থাপিত হয় রিচার্ড কেটেলবরা।
- ইয়াসির শাহ (পাকিস্তান) টেস্টে ১৫০ তম উইকেট নেন এবং দ্রুততম হন স্পিনার এবং যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার তাই করতে।
- আজহার আলী (পাকিস্তান) টেস্টে ৫০০০ রানে পৌঁছানোর জন্য ৮ম ব্যাটসম্যান হয়ে উঠেছে পাকিস্তান!
- রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) তার ৪০০ তম উইকেট নেন এবং টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০০ উইকেট নেন প্রথম বোলার।
- পাকিস্তান প্রথমবারের মতো আবুধাবিতে টেস্ট হারিয়েছে এই প্রথম।
২য় টেস্ট
ওডিআই সিরিজ
১ম ওডিআই
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
৩য় ওডিআই
৪র্থ ওডিআই
৫ম ওডিআই
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উসমান শিনওয়ারি (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২৬ অক্টোবর ২০১৭ ২০:০০ ( রাত)
|
২য় টি২০আই
২৭ অক্টোবর ২০১৭ ২০:০০ ( রাত)
|
৩য় টি২০আই
২৯ অক্টোবর ২০১৭ ১৮:০০ ( রাত)
|
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট সফর |
---|
টেস্ট ও এলওআই সফর |
অস্ট্রেলিয়া | |
---|
বাংলাদেশ | |
---|
ইংল্যান্ড | |
---|
ভারত | |
---|
নিউজিল্যান্ড | |
---|
দক্ষিণ আফ্রিকা | |
---|
শ্রীলঙ্কা | |
---|
ওয়েস্ট ইন্ডিজ | |
---|
জিম্বাবুয়ে | |
---|
প্রতিযোগিতায় স্বাগতিক |
বহুদলভিত্তিক | |
---|
অন্যান্য সফর |
আফগান | |
---|
বাংলাদেশী | |
---|
সিলনীজ/শ্রীলঙ্কান | |
---|
ইংরেজ | |
---|
বহু-জাতি | |
---|
|
---|
|
সেপ্টেম্বর ২০১৭ | |
---|
অক্টোবর ২০১৭ | |
---|
নভেম্বর ২০১৭ | |
---|
ডিসেম্বর ২০১৭ | |
---|
জানুয়ারি ২০১৮ | |
---|
ফেব্রুয়ারি ২০১৮ | |
---|
মার্চ ২০১৮ | |
---|
এপ্রিল ২০১৮ | |
---|
চলমান | |
---|
|