আফগানিস্তান ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য আফাগানিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা ডিসেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।
দলীয় সদস্য
ওডিআই সিরিজ
১ম ওডিআই
- আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মুজিব উর রহমান (আফগানিস্তান) ওডিআইতে আত্মপ্রকাশ এবং একবিংশ শতাব্দীতে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেট খেলতে প্রথম পুরুষ হয়েছেন।
- কেভিন ওব্রায়েন ওডিআইতে ১০০ উইকেট শিকারকারী আয়ারল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হয়েছেন।
- মুজিব উর রহমান ওডিআইতে অভিষেকের সময় একজন আফগান বোলারের পক্ষে যৌথ সেরা ফিগারস নিয়েছিলেন।
২য় ওডিআই
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ব্যারি ম্যাকার্থি (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
৩য় ওডিআই
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
সেপ্টেম্বর ২০১৭ | |
---|
অক্টোবর ২০১৭ | |
---|
নভেম্বর ২০১৭ | |
---|
ডিসেম্বর ২০১৭ | |
---|
জানুয়ারি ২০১৮ | |
---|
ফেব্রুয়ারি ২০১৮ | |
---|
মার্চ ২০১৮ | |
---|
এপ্রিল ২০১৮ | |
---|
চলমান | |
---|
|
হোম টিম হিসেবে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক ক্রিকেট সফর |
---|
Test and LOI tours |
অস্ট্রেলিয়া | |
---|
বাংলাদেশ | |
---|
আয়ারল্যান্ড | |
---|
নেদারল্যান্ডস | |
---|
পাকিস্তান | |
---|
ওয়েস্ট ইন্ডিজ | |
---|
জিম্বাবুয়ে | |
---|