আমির হামজা হোতাক (পশতু: حمزه هوتک; জন্ম: ১৫ আগস্ট ১৯৯১) হলেন একজন আফগানক্রিকেটার। হোতাক একজন বাহাতি ব্যাটসম্যান এবং স্লো লেফট আর্ম অর্থডক্স বোলার। তিনি আফগানিস্তানের নানাগারহার প্রদেশে জন্মগ্রহণ করেন।
হামজা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রতিযোগীতায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম একজন সদস্য ছিলেন। পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তার অভিষেক হয়।[১] পরবর্তীতে তিনি ২০১১-১৩ আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে কানাডা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[২]