রা প্যাটারা (ইংরেজি: Ra Patera) হল বৃহস্পতিরপ্রাকৃতিক উপগ্রহআইয়োর একটি সক্রিয় আগ্নেয়গিরি। ১৯৭৯ সালে প্রথম ভয়েজার স্টিরিও ইমেজারির মাধ্যমে এটিকে পর্যবেক্ষণ করে এটির ভূতত্ত্ব, প্রাকৃতিক বৈশিষ্ট্য ও এটির অগ্ন্যুৎপাতের উৎসটিকে নির্ধারণ করা হয়। প্রথম আবিষ্কারের সময় পর্বতটির উচ্চতা ছিল প্রায় এক কিলোমিটার এবং নিম্ন সান্দ্রতা অথবা উচ্চ অগ্ন্যুৎপাতের হার-যুক্ত অসংখ্য লাভা প্রবাহ এটিকে ঘিরে ছিল।[১] এটি সম্ভবত একটি তরল সালফার-উদ্গীরণকারী আগ্নেয়গিরি।[১]