মিথ্রা প্যাটারা (ইঙরেজি: Mithra Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৩৪ কিলোমিটার এবঙ স্থানাঙ্ক ৫৯°০২′ দক্ষিণ ২৬৬°২৯′ পশ্চিম / ৫৯.০৪° দক্ষিণ ২৬৬.৪৮° পশ্চিম / -59.04; -266.48 (Mithra Patera)। এটির নামকরণ করা হয়েছে পারস্যদেশীয় আলোক দেবতা মিথ্রার নামানুসারে। ১৯৮৫ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক নামটি গৃহীত হয়।[১] মিথ্রা প্যাটারার উত্তরে রয়েছে সিলপিয়াম মনস, পূর্বে রয়েছে পেরুন প্যাটারা এবঙ দক্ষিণপশ্চিমে রয়েছে ভিরাকোচা প্যাটারা।[২]
তথ্যসূত্র
|
---|
মূল নিবন্ধ | | |
---|
ভূতত্ত্ব | তালিকা | |
---|
প্যাটারা | |
---|
পর্বতসমূহ | |
---|
লাভা প্রবাহ বা প্রণালী | |
---|
আগ্নেয়গিরি | |
---|
ফ্লুকটাস | |
---|
সমভূমি ও মালভূমি | |
---|
|
---|
অভিযান | অতীত | |
---|
সাম্প্রতিক/সচল | |
---|
পরিকল্পিত | |
---|
প্রস্তাবিত | |
---|
বাতিল/ধারণাকৃত | |
---|
|
---|