আমাতেরাসু প্যাটারা (ইংরেজি: Amaterasu Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটি আইয়োর অন্ধকারতম বৈশিষ্ট্যগুলির অন্যতম। এটির তাপীয় বর্ণালির পরিমাপ (১৯৭৯ সালে এর তাপমাত্রা ছিল আনুমানিক ২৮১ কে) আইয়োনীয় হটস্পটগুলির অ্যালবেডো ও তাপমাত্রার মধ্যে একটি বিপরীত পারস্পরিক সম্পর্কে স্থাপনে সাহায্য করেছে।[১] বৃহস্পতির চারিধারে গ্যালিলিও মহাকাশযানের প্রথম পরিক্রমণের পর থেকে এই প্যাটারাটি আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।[২] ১০০ কিলোমিটার ব্যাস-বিশিষ্ট এই প্যাটারাটির স্থানাঙ্ক টেমপ্লেট:স্থানাঙ্ক38.1।[৩] এটির নামকরণ করা হয়েছে জাপানি সূর্যদেবী আমাতেরাসুর নামানুসারে।[৩] আমাতেরাসু প্যাটারার উত্তরে কিনিচ আহাউ প্যাটারা ও ড্যাজবোগ প্যাটারা এবং পশ্চিমে মানুয়া প্যাটারা ও ফুচি প্যাটারা অবস্থিত।[৪]
তথ্যসূত্র
|
---|
মূল নিবন্ধ | | |
---|
ভূতত্ত্ব | তালিকা | |
---|
প্যাটারা | |
---|
পর্বতসমূহ | |
---|
লাভা প্রবাহ বা প্রণালী | |
---|
আগ্নেয়গিরি | |
---|
ফ্লুকটাস | |
---|
সমভূমি ও মালভূমি | |
---|
|
---|
অভিযান | অতীত | |
---|
সাম্প্রতিক/সচল | |
---|
পরিকল্পিত | |
---|
প্রস্তাবিত | |
---|
বাতিল/ধারণাকৃত | |
---|
|
---|