তাওহাকি ভ্যালিসের প্রাকৃতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে এটি সম্ভবত একটি লাভা প্রণালী, যা তাপীয় ক্ষয়সাধনের মাধ্যমে মিডিয়া রিজিও সমভূমিতে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে।[২] প্রণালীটি হল ব্রেইডেড, প্রণালীর মধ্যভাগে কয়েকটি উঁচু দ্বীপও বিদ্যমান। প্রণালীর প্রস্থের পরিবর্তনের কারণ সম্ভবত প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য অথবা সমভূমির ভূত্বকের নিম্নাংশের গুণাবলি। প্রণালীর তলদেশ যেহেতু পার্শ্ববর্তী সমভূমির থেকে নিচু, সেই হেতু প্রণালীর মধ্য দিয়ে একবার প্রবাহিত হওয়া লাভা শীতলায়িত লাভা থেকে গঠিত হওয়ার পরিবর্তে তাপীয় ভূমিক্ষয়ের মাধ্যমে প্রবাহিত হয়। প্রণালীর দুই ধারে উঁচু পাড়ের অনুপস্থিতির মাধ্যমেই তাওহাকি ভ্যালিস যে একটি লাভা প্রবাহের পরিবর্তে একটি লাভা প্রণালী এই তত্ত্ব সমর্থিত হয়।[২] এর জন্য প্রবাহিত লাভাকে ২০০-কিলোমিটার দীর্ঘ প্রণালীতে বিকিরণমূলক ও পরিবহণমূলক শীতলায়ন থেকে অন্তরিত হতে হয়। যদিও প্রণালীটির চ্যাপ্টার তলদেশ এবং নিকটে জ্বালামুখ গহ্বরমালার অনুপস্থিতিও তাওহাকি ভ্যালিসকে চাঁদেরহেডলি রিলের মতো একটি পতিত লাভা টিউব হওয়া থেকে নিবারিত করে।[২] লাভার উপাদান ও ভূত্বকের নিম্নাংশের ভিত্তিতে তাওহাকি ভ্যালিস সম্ভবত ৪০০-৬০০ দিনের একটি পর্যায়ে (অতি-ম্যাফিক সমভূমির উপর প্রবাহিত অতি-ম্যাফিক লাভার ক্ষেত্রে), ১০-৬০ দিনের একটি পর্যায়ে (সালফার সমভূমির উপর প্রবাহিত সালফার লাভার ক্ষেত্রে) অথবা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের একটি পর্যায়ে গঠিত হয়, যখন উচ্চ-তাপমাত্রার লাভা ভূত্বকের নিম্নাংশে অতিকতর শীতলতর বিন্দুতে প্রবাহিত হয় (যেমন যখন প্রধানত সালফার গঠিত সমভূমির উপর অতি-ম্যাফিক লাভা প্রবাহিত হয়)।[২] এতটা দীর্ঘপথ প্রবাহিত হওয়ার জন্য লাভার তরল অবস্থায় থাকার প্রয়োজনীয়তা এবং এই ধরনের প্রণালী গঠনের জন্য অগ্ন্যুৎপাতের নির্দিষ্ট সময়কালের কথা চিন্তা করে বলা যায়, শেষোক্ত সম্ভাবনাটিরই (একটি শীতলতর গলন তাপমাত্রায় সালফারের উপর উচ্চ-তাপমাত্রার লাভা) সম্ভাব্যতা অধিক।[২]
তাওহাকি ভ্যালিসের অনুরূপ প্রণালী জামামা ও এমাকং প্যাটারার কাছেও পর্যবেক্ষিত হয়েছে।[৩] এই প্রণালীগুলি স্পষ্টতই সংশ্লিষ্ট আগ্নেয়গিরিগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু প্রাপ্ত ছবিগুলির ভিত্তিতে এ কথা জানা যায় না যে, তাওহাকি প্যাটারায় কোনও অগ্ন্যুৎপাত তাওহাকি ভ্যালিসের উৎপত্তির জন্য দায়ী কিনা।[২]
↑Keszthelyi, L.; ও অন্যান্য (২০০১)। "Imaging of volcanic activity on Jupiter's moon Io by Galileo during the Galileo Europa Mission and the Galileo Millennium Mission"। J. Geophys. Res.। 106: 33025–33052। ডিওআই:10.1029/2000JE001383। বিবকোড:2001JGR...10633025K।