মথুরাপুর ইউনিয়নবগুড়া জেলার ধুনট উপজেলায় অবস্থিত। মথুরাপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় মথুরাপুর গ্রামের মথুরাপুর হাটের পাশে অবস্থিত।
পূর্বে এক সময় হাট ছিল এখন বর্তমানে বাজার নামে পরিচিত ।
মথুরাপুর ইউনিয়ন এর প্রায় প্রতিটি গ্রামে বেশ কয়েকটি করে প্রাথমিক বিদ্যালয় আছে । তাছাড়া উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, আনন্দ পাঠ স্কুল, ব্রাক স্কুলের কার্যক্রম চলমান রয়েছে। আছে বেশ কয়েকটি কারিগরি স্কুল ও কলেজ। পরিত্র কুর-আন শিক্ষার জন্য আছে হেফজ্ মাদ্রাসা। আছে এতিমখানা, যেখানে এতিম শিশুদের থাকা খাওয়ার পাশাপাশি শিক্ষার জন্য আছে সুব্যবস্থা।