মথুরাপুর ইউনিয়ন, ধুনট

মথুরাপুর ইউনিয়ন
ইউনিয়ন
মথুরাপুর ইউনিয়ন পরিষদ
মথুরাপুর ইউনিয়ন রাজশাহী বিভাগ-এ অবস্থিত
মথুরাপুর ইউনিয়ন
মথুরাপুর ইউনিয়ন
মথুরাপুর ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
মথুরাপুর ইউনিয়ন
মথুরাপুর ইউনিয়ন
বাংলাদেশে মথুরাপুর ইউনিয়ন, ধুনটের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৫′২১″ উত্তর ৮৯°৩২′৩৯″ পূর্ব / ২৪.৫৮৯১৭° উত্তর ৮৯.৫৪৪১৭° পূর্ব / 24.58917; 89.54417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাধুনট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • ইউ.পি চেয়ারম্যানহাসান আহম্মেদ জেমস মল্লিক (বাংলাদেশ আওয়ামী লীগ)
জনসংখ্যা
 • মোট৩৩,৮৮৮
সাক্ষরতার হার
 • মোট৪৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৮৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মথুরাপুর ইউনিয়ন বগুড়া জেলার ধুনট উপজেলায় অবস্থিত। মথুরাপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় মথুরাপুর গ্রামের মথুরাপুর হাটের পাশে অবস্থিত। পূর্বে এক সময় হাট ছিল এখন বর্তমানে বাজার নামে পরিচিত ।

অবস্থান

বগুড়া জেলার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। উত্তরে চৌকিবাড়ি ইউনিয়ন, পূর্বে গোপাল নগর ইউনিয়ন, পশ্চিমে শেরপুর উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলা

অর্থনীতি

ইউনিয়নের প্রধান অর্থনীতিক উৎস কৃষি কাজ।

  1. কৃষি কাজ : ৯৮%
  2. শিক্ষকতা পেশা : ০.৮%
  3. অন্যান্য পেশা: ১.২%

গ্রাম

মধুপুর, মথুরাপুর, পিরহাটি, নারায়ণপুর, গোয়ালভাগ, খাদুলী, ছাতিয়ানী, শিমুলকান্দি, উলিপুর, উজালশিং, কানুগাঁতি, কাশিয়াহাটা, হোসেনপুর, রামপুরা, গোবিন্দপুর, জোলাগাঁতি, অলোয়া, ধেরুয়াহাটি . সাগাইটিয়া ইত্যাদি।।


মথুরাপুর ইউনিয়নের ওয়ার্ডসূহ

ওয়াড নং গ্রামের তালিকা ইউপি সদস্য/মেম্বার মহিলা সদস্য!
১ নং ওয়ার্ড
  1. মধুপুর
  2. ধেরুয়াহাটি
  3. অলোয়া
  4. নারায়নপুর
  5. গোয়ালভাগ
২ নং ওয়ার্ড
  1. পিরহাটি
৩ নং ওয়ার্ড
  1. শাগাটিয়া
৪ নং ওয়ার্ড
  1. মথুরাপুর
Md Mahbub Alam(902)
৫ নং ওয়ার্ড ১. খাদুলী দিগর

২. রামবল্লভপুর খাদুলী

৩.গোপালপুর খাদুলী

৪. সাতানি খাদুলি

মোঃ সোহেল তালুকদার
৬ নং ওয়ার্ড
৭ নং ওয়ার্ড ১.শিমুলকান্দি

২.উজালসিংহ

৩.কানোগাঁতি

৪. ছাতীয়ানী

ইয়াকুব আলী
মোঃ আব্দুল ওয়াহাব
৯ নং ওয়ার্ড ১. জোলাগাঁতী হালদার পাড়া

২. বগা জোলাগাঁতী রাজবংশী পাড়া

৩. জোলাগাঁতী পূর্ব সাহা পাড়া

৪. জোলাগাঁতী পশ্চিম সাহা পাড়া

৫. বগা জোলাগাঁতী

৬. চর জোলাগাঁতী

৭. গোবিন্দপুর

মোঃ আশরাফ আলী মোছাঃ রোকেয়া বেগম

শিক্ষা

মথুরাপুর ইউনিয়ন এর প্রায় প্রতিটি গ্রামে বেশ কয়েকটি করে প্রাথমিক বিদ্যালয় আছে । তাছাড়া উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, আনন্দ পাঠ স্কুল, ব্রাক স্কুলের কার্যক্রম চলমান রয়েছে। আছে বেশ কয়েকটি কারিগরি স্কুল ও কলেজ। পরিত্র কুর-আন শিক্ষার জন্য আছে হেফজ্ মাদ্রাসা। আছে এতিমখানা, যেখানে এতিম শিশুদের থাকা খাওয়ার পাশাপাশি শিক্ষার জন্য আছে সুব্যবস্থা।

শিক্ষা প্রতিষ্ঠান সমূহ
বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠানের নাম
প্রাথমিক বিদ্যালয়
  1. অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. মোশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. ধেরুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ধেরুয়াহাটি হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উচ্চ বিদ্যালয়
  1. মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ
  2. পিরহাটি উচ্চ বিদ্যালয়
  3. ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়
  4. মথুরাপুর অলোয়া আমেনা ময়েন সিনিয়র মাদ্রাসা
কলেজ
  1. জি.এম.সি ডিগ্রি কলেজ
মাদ্রাসা
  1. অলোয়া মথুরাপুর আমেনা ময়েন সিনিয়র মাদ্রাসা
  2. হযরত মাওলানা খোরশেদুল আলোম হাফেজিয়া মাদ্রাসা

জনসংখ্যা

মোট জনসংখ্যা ৩৩,৮৮৮ জন। এর মধ্যে পুরুষ 16921 জন ও মহিলা 16967 জন।[]

ধর্ম

প্রধানত মুসলিম সম্পদায় এই ইউনিয়নে বাস করে। এর পর হিন্দু সম্পদায়ের অবস্থান।

বিশিষ্ট ব্যক্তিত্ব

  1. তাজ মোহাম্মদ শেখ (সাবেক জেলা ও দায়রা জজ)
  2. শাহজাহান তালুকদার (সাবেক সংসদ সদস্য বগুড়া-৫)

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০০৭ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!