নারচী ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়ন।[৩]
অবস্থান
নারচী ইউনিয়নের উত্তরে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন, পশ্চিমে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়ন, দক্ষিনে ফুলবাড়ী ইউনিয়ন ও পূর্বে সারিয়াকান্দি সদর ও পৌরসভা অবস্থিত।[২]
যোগাযোগ
নারচী ইউনিয়নে নদী ও সড়কপথে যাতায়াতের ব্যবস্থা চালু রয়েছে।
আয়তন
এই ইউনিয়নের মোট আয়তন ১৫.৭১ বর্গকিলোমিটার।[২]
ইতিহাস
জনসংখ্যা
এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,১৫৫ জন।[২]
প্রশাসনিক কাঠামো
ইউনিয়নটি ১৮টি গ্রাম ও ৩টি মৌজা নিয়ে গঠিত।
- গনকপাড়া উত্তরদেবেরপাড়া
- গনকপাড়া বুদারভিটা
- গনকপাড়া
- গনকপাড়া দক্ষিনদেবেরপাড়া
- শেখাহাতি
- ভেড়ামারা
- গোদাগাড়ী
- চরগোদাগাড়ী
- বাঁশগাড়ী
- টিওরপাড়া
- নেউরগাছা
- নারচী মধ্যপাড়া
- নারচী দক্ষিনপাড়া
- চরহরিনা
- ফকিরপাড়া
- কুপতলা সাহাপাড়া
- কুপতলা উত্তরপাড়া
- কুপতলা মধ্যপাড়া
শিক্ষা ব্যবস্থা
এখানে, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, ২টি স্কুল এন্ড কলেজ, ১টি ডিগ্রী কলেজ এবং ৪টি মাদ্রাসা রয়েছে।[২]
- শিক্ষা প্রতিষ্ঠান
- কুপতলা আদর্শ উচ্চ বিদ্যালয়
- মাজেদা রহমান স্কুল এন্ড কলেজ,নারচী
- গনকপাড়া স্কুল এন্ড কলেজ,
- গনকপাড়া ডিগ্রি কলেজ।
হাট-বাজার
এখানে ৩টি হাটবাজার রয়েছে।
- গনকপাড়া চান্দুনী বাজার,
- নারচী বাজার,
- কুপতলা বউ বাজার।
- ভেড়ামারা
জনপ্রতিনিধি
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু[১]
- পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
- মোঃ আহসানউল্লাহ বাদশা
- খোরশেদ আলম
- ছাইফুল ইসলাম
- আব্দুর রশিদ
- মোঃ টিপু সুলতান
- মোঃ হাতেম আলী (ভারপ্রাপ্ত)
- মোঃ আলতাফ হোসেন (বর্তমান)
ধর্মীয় উপাসনালয়
এই ইউনিয়নে ৪৫টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[২]
দর্শনীয় স্থান
- ভেড়ামারা বাঙালী নদীর উপর নির্মিত কাঠের ব্রীজ
- গনকপাড়া বাজার
- গোদাগাড়ী বাঙালী নদীর বাধ।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
তথ্যসূত্র
- ↑ ক খ "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৪ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে ইউনিয়ন পরিচিতি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৪ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।
- ↑ "নারচী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।