কুন্দগ্রাম ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার আদমদীঘি উপজেলার একটি ইউনিয়ন।[ ৩]
অবস্থান
আদমদীঘি উপজেলা থেকে ২৫ কিলোমিটার পূর্ব এবং আলতাফনগর রেলস্টেশন থেকে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
আয়তন
এই ইউনিয়নের মোট আয়তন ২৯.৪৯ বর্গকিলোমিটার।[ ২]
ইতিহাস
কুন্দগ্রামের নামকরণ করা হয় মুলত কুন্ডু রাজার নাম থেকে। এখানে এখনো রাজবাড়ি রয়েছে, এছাড়া, অনেক পুরোনো তিন গম্বুজীয় মসজিদ আছে।[তথ্যসূত্র প্রয়োজন ]
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৯৭৮ জন।[ ২]
প্রশাসনিক কাঠামো
এই ইউনিয়ন ৩০টি গ্রাম ও ১৪টি মৌজা নিয়ে গঠিত।
গ্রাম
১। কুন্দগ্রাম।
২। বাঁগিচা পাড়া।
৩। হরিণ মারা।
৪। কুশিয়াবারী।
৫। হারভাংগা।
৬। ছাতুয়া।
৭। সিংড়া।
৮। কাথলা।
৯। পান্ডারা পাড়া।
১০। তেঁতুলিয়া।
১১। তিলচ শিব্বাটী।
১২। ছারুপাড়া।
১৩। তিলচ শিতাহার।
১৪। তিলচ জয়দেবপুর।
১৫। তিলচ ইসলামপুর।
১৬। তিলচ পিতাহার।
১৭। তিলচ কান্ডারপাড়া।
১৮। তিলচ মোল্লা পাড়া।
১৯। তিলচ ছয়ানি পাড়া।
২০। মটপকুরিয়া।
২১। শাহপাড়া।
২২। তিলচ সোনার পাড়া।
২৩। চেঁচুয়া।
২৪।বশিকোরা।
২৫। কড়ই।
২৬। আরাইল।
২৭। কুমার পাড়া।
২৮। তারতা।
২৯। কুন্দগ্রাম পাল্লাপাড়া।
৩০। বশিকোরা প্রথম পাড়া।
শিক্ষা ব্যবস্থা
নিম্ন মাধ্যমিক
কুন্দগ্রাম দ্বীমুখী উচ্চ বিদ্যালয়
কুন্দগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়।
কড়ই উচ্চ বিদ্যালয়।
তিলছ শিব্বাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
তিলচ ইসলামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।
চেচুয়া দাখিল মাদ্রাসা।
বশীকোড়া দাখিল মাদ্রাসা।
কড়ই আলিম মাদ্রাসা।
কুন্দগ্রাম বানিয়াগারি দাখিল মাদ্রাসা।
এই ইউনিয়ন কোনো কলেজ নেই। এছাড়া অনেক গুলো সরকারি স্কুল আছে।
অর্থনীতি
এই এলাকার মানুষ অর্থনীতি প্রধানত ধান চাষ এবং আলু ও সরিষা চাষের উপর নির্ভরশীল
ধর্মীয় উপাসনালয়
হাট-বাজার
কুন্দগ্রাম ইউনিয়নে মোট ৩টি হাটবাজার রয়েছে[ ২]
কুন্দগ্রাম বাজার
তিলছ শিব্বাটী বাজার
কড়ই বাজার
বাগিচা পাড়া বাজার
দর্শনীয় স্থান
কুন্দগ্রাম তিন গম্বুজ মসজিদ।
কড়ই রাজার বাড়ি।
কুন্দগ্রাম নব্বাব বাড়ি
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ শামিম হুদা খন্দকার ।[ ১]
তথ্যসূত্র