কালাই ইউনিয়ন, কাহালু

কালাই ইউনিয়ন
ইউনিয়ন
২ নং কালাই ইউনিয়ন পরিষদ
ডাকনাম: কালাই ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাকাহালু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন১২ টি চেয়ারম্যানসহ ১৩টি
সরকার
 • চেয়ারম্যানমো: জোবাইদুল ইসলাম সবুজ
জনসংখ্যা
 • মোট২০,৯৬২
সাক্ষরতার হার
 • মোট৭৫ শতাংশ
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

২ নং কালাই ইউনিয়ন পরিষদ বগুড়া জেলার কাহালু উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন পরিষদ। ২ নং কালাই ইউনিয়ন বাংলাদেশের একটি কৃষি প্রধান এলাকা। এখানে বরি ও খরিপ মৌসুমে প্রচুর পরিমানে কৃষি আবাদ হয়ে থাকে।

গ্রাম্য কুটিরশিল্পের জন্যও প্রসিদ্ধ। কর্নিপাড়া, কাউড়া ও উৎরা গ্রামগুলো ক্ষুদ্র তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধজ

অবস্থান

বগুড়া জেলা হতে প্রায় ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কাহালু উপজেলা সদর হতে ১১ কিলোমিটার উত্তরে অবস্থিত। কালাই ইউনিয়নের উত্তর-পশ্চিম ঘেষে প্রবাহিত হয়েছে নাগর নদী। এই নদী কাহালু উপজেলা ও শিবগঞ্জ উপজেলাকে পৃথক করেছে। এর পশ্চিমে ১ নং বীরকেদার ইউনিয়ন পরিষদ এবং পূর্বে ৩ নং পাইকড় ইউনিয়ন পরিষদ।

চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

২৬ ডিসেম্বর ২০২১ ইং অনুষ্ঠিত নির্বাচনে আগামী ৫ বছরের জন্য ২নং কালাই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব পেলেন যারা

চেয়ারম্যান

  • মো. জোবাইদুল ইসলাম সবুজ

সংরক্ষিত আসনে সদস্য (মহিলা)

  • ওয়ার্ড (১,২,৩) :
  • ওয়ার্ড (৪,৫,৬): মোছা রমেনা খাতুন
  • ওয়ার্ড (৭,৮,৯): মোছা: হেলেনা বিবি

সদস্য বৃন্দ:

  • ১ নং ওয়ার্ড:
  • ২ নং ওয়ার্ড:
  • ৩ নং ওয়ার্ড:
  • ৪ নং ওয়ার্ড: মো: আব্দুর রশিদ
  • ৫ নং ওয়ার্ড: মো: রাশেদুল ইসলাম
  • ৬ নং ওয়ার্ড:
  • ৭ নং ওয়ার্ড: মো আব্দুল করিম
  • ৮ নং ওয়ার্ড:
  • ৯ নং ওয়ার্ড:

একনজরে কালাই ইউনিয়ন পরিষদ

একনজরে ইউনিয়ন পরিচিতি[]

  • আয়তন: ৫,১৯৪ একর
  • মোট জনসংখ্যা: ২০,৯৬২ জন (আদমশুমারী ২০১১)
  • মোট ভোটার সংখ্যা: ১৮,৭৬৪ জন
  • নির্বাচনী এলাকা: কাহালু-নন্দীগ্রাম-বগুড়া-৪
  • মোট খানা (পরিবারের সংখ্যা): ৫,৫১৪
  • গ্রামের সংখ্যা: ৩০টি
  • মৌজার সংখ্যা: ৭টি
  • মাধ্যমিক বিদ্যালয়: ৪টি (১টি বালিকা বিদ্যালয়)
  • কলেজ সমমান মাদ্রাস (ফাজিল মাদ্রাসা): ১টি
  • মাধ্যমিক সমমান মাদ্রাসা: ২টি
  • প্রাথমিক বিদ্যালয়: ৮টি
  • মসজিদ: ৪১টি
  • মন্দির: ১৬ টি
  • হাট-বাজার: ৪টি
  • ক্ষুদ্র কুটির শিল্প: ১৫০টি (প্রায়)

শিক্ষা প্রতিষ্ঠান

  1. পিলকুঞ্জ ফাজিল মাদ্রাসা (ডিগ্রি কলেজ সমমান)
  2. তিনদিঘী উচ্চ বিদ্যালয়
  3. পাঁচ গ্রাম উচ্চ বিদ্যালয়
  4. কালাই ঘোনপাড়া উচ্চ বিদ্যালয়
  5. কালাই কর্ণিপাড়া বালিকা বিদ্যালয়
  6. কালাই রাজবাটি দাখিল মাদ্রাসা
  7. পিলকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. কাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. কর্ণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. কালাই ঘোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. উৎরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান

  • সিংহদ্বার কালাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
  • কালাই রাজবাটী ইসলামিক মিশন হাসপাতাল ও খেলার মাঠ
  • কালমি বাবার মাজার শরীফ, নলডুবি
  • পুরানপুকুর ঐতিহাসিক এক গুম্বুজ মসজিদ, পিলকুঞ্জ হাজী পাড়া
  • তিনদিঘী বাজার মাজার শরীফ
  • সৌলা দরগা, ভাদাহার, নাগর নদী সংলগ্ন
  • নাগর নদী ও ব্রীজ

তথ্যসূত্র

  1. "এক নজরে ইউনিয়ন"কালাই ইউনিয়ন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!