২ নং কালাই ইউনিয়ন পরিষদ বগুড়া জেলারকাহালু উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন পরিষদ। ২ নং কালাই ইউনিয়ন বাংলাদেশের একটি কৃষি প্রধান এলাকা। এখানে বরি ও খরিপ মৌসুমে প্রচুর পরিমানে কৃষি আবাদ হয়ে থাকে।
গ্রাম্য কুটিরশিল্পের জন্যও প্রসিদ্ধ। কর্নিপাড়া, কাউড়া ও উৎরা গ্রামগুলো ক্ষুদ্র তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধজ
অবস্থান
বগুড়া জেলা হতে প্রায় ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কাহালু উপজেলা সদর হতে ১১ কিলোমিটার উত্তরে অবস্থিত। কালাই ইউনিয়নের উত্তর-পশ্চিম ঘেষে প্রবাহিত হয়েছে নাগর নদী। এই নদী কাহালু উপজেলা ও শিবগঞ্জ উপজেলাকে পৃথক করেছে। এর পশ্চিমে ১ নং বীরকেদার ইউনিয়ন পরিষদ এবং পূর্বে ৩ নং পাইকড় ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
২৬ ডিসেম্বর ২০২১ ইং অনুষ্ঠিত নির্বাচনে আগামী ৫ বছরের জন্য ২নং কালাই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব পেলেন যারা