নাড়ুয়ামালা ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[২]
অবস্থান
নাড়ুয়ামালা ইউনিয়ন গাবতলী উপজেলা থেকে ৩.৯ কি মি উত্তরে অবস্থিত ।
যোগাযোগ
গাবতলি থেকে খুব সহজেই ভ্যান,অটো,সিএনজি,টোটো তে নাড়ুয়ামালা তে যাতায়াত করা যায় ।
আয়তন
এই ইউনিয়নের মোট আয়তন ১৭.৯ বর্গকিলোমিটার।
ইতিহাস
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,২০৩ জন।
প্রশাসনিক কাঠামো
এই ইউনিয়ন ১৪টি গ্রাম ও ১১টি মৌজা নিয়ে গঠিত।
গ্রাম সমূহ
- বাহাদুরপুর
- বাওইটোনা
- জয়ভোগা
- চাকলা
- হামিদপুর
- চক কাতুলী
- মধ্য কাতুলী
- হাপানিয়া
- মেন্দিপুর
- সোনাপুর
- প্রথমারছেও
- টায়েরপাড়া
- দোয়ারপাড়া
শিক্ষা ব্যবস্থা
ইউনিয়নের সাক্ষরতার হার ২৬.৫%।
হাট-বাজার
নাড়ুয়ামালা হাট
জনপ্রতিনিধি
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল গফুর।[১]
ধর্মীয় উপাসনালয়
- নাড়ুয়ামালা হাট কেন্দ্রীয় জামে মসজিদ
- নাড়ুয়ামালা গ্রাম জামে মসজিদ
- বাহাদুরপুর কেন্দ্রীয় জামে মসজিদ (উত্তর পাড়া)
- সোনাপুর জামে মসজিদ
- প্রথমার ছেও জামে মসজিদ
- বাওইটোনা জামে মসজিদ
- মেন্দীপুর জামে মসজিদ
দর্শনীয় স্থান
- ইছামতী নদী
- বাহাদুরপুর বালুর মাঠ
খাল-বিল
- জুগনিদহ বিল
- মসমুটি বিল
- সিংগার বিল
- ডাঙ্গা বিল[৩]
- ডুমার বিল
তথ্যসূত্র