নিউজিল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট , তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সফর করে, যা অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [ ১] [ ২] [ ৩] মূলত, সফর নির্ধারিত ছিল তিনটি টেস্ট ক্রিকেট , পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা। [ ৪]
দলীয় সদস্য
টি২০আই সিরিজ
১ম টি২০আই
৩১ অক্টোবর ২০১৮
২০:০০ (
রাত )
পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
এজাজ প্যাটেল (নিউজিল্যান্ড) তার টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
২ নভেম্বর ২০১৮
২০:০০ (
রাত )
নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
এই জয় দিয়ে, পাকিস্তান টি-টোয়েন্টি (১১) এ ধারাবাহিক সিরিজ জয়ের জন্য নতুন রেকর্ড গড়েন।
৩য় টি২০আই
৪ নভেম্বর ২০১৮
২০:০০ (
রাত )
পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ওয়াকাস মাকসুদ (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
বাবর আজম (পাকিস্তান) দ্রুততম ব্যাটসম্যান ইনিংস নিরিখে টি২০আইর ১,০০০ রান (২৬) হয়ে ওঠে।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
নিউজিল্যান্ডের ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও খেলা হয়নি।
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট শিকার করেন।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২য় টেস্ট
পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাবর আজম (পাকিস্তান) টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
ইয়াসির শাহর (পাকিস্তান) টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনও বোলারের পক্ষে প্রথম ইনিংসে ৮/১৪ নম্বর ছিল।
হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) টেস্টে তার ১,০০০তম রান করেছে।
ইয়াছির শাহর ম্যাচ ফিচারস ১৪/১4৪ একটি পাকিস্তানের সেরা ছিল স্পিন বোলার টেস্টে, দ্বিতীয় সেরা পরিসংখ্যান টেস্টে পাকিস্তানের হয়ে যে কোনও বোলার এবং টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একক বোলারের সর্বোচ্চ উইকেট।
৩য় টেস্ট
তথ্যসূত্র
বহিঃসংযোগ
সেপ্টেম্বর ২০১৮ অক্টোবর ২০১৮ নভেম্বর ২০১৮ ডিসেম্বর ২০১৮ জানুয়ারি ২০১৯ ফেব্রুয়ারি ২০১৯ মার্চ ২০১৯ এপ্রিল ২০১৯ চলমান
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট সফর
টেস্ট ও এলওআই সফর
অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে প্রতিযোগিতায় স্বাগতিক
বহুদলভিত্তিক অন্যান্য সফর
আফগান বাংলাদেশী সিলনীজ/শ্রীলঙ্কান ইংরেজ বহু-জাতি