বাংলাদেশ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়।
দলীয় সদস্য
প্রস্তুতিমূলক খেলা
৫০ ওভার ম্যাচ: নিউজিল্যান্ড একাদশ বনাম বাংলাদেশ
- নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
দুইদিনের খেলা: নিউজিল্যান্ড একাদশ বনাম বাংলাদেশ
- বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২য় দিনে মাত্র ১২ ওভার খেলা সম্ভব হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
৩য় ওডিআই
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রস টেলর ওয়ানডেতে ৮০০০ রান করেন এবং ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে শীর্ষ রান সংগ্রহকারী হন।
- সাব্বির রহমান (বাংলাদেশ) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেন।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এবাদত হোসেন (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- জিৎ রাভাল (নিউজিল্যান্ড) টেস্টে তার প্রথম সেঞ্চুরি করেন।
- কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে বিশটি শতক করেন।
- ইনিংসের হিসেবে, কেন উইলিয়ামসন টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম ৬০০০ রান করেন (১২৬)।
- নিউজিল্যান্ড টেস্টে এক ইনিংসে তাদের সর্বোচ্চ দলীয় রান করে।
- সৌম্য সরকার (বাংলাদেশ) টেস্টে তার প্রথম শতক হাঁকান।
- বিজে ওয়াটলিং নিউজিল্যান্ডের উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০২টি ডিসমিসাল নেন, এই সময় তিনি স্বদেশী অ্যাডাম প্যারোরের রেকর্ড (২০১) ছাড়িয়ে যান।
২য় টেস্ট
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে দিনে ১ম ও ২য় দিনে খেলা সম্ভব ছিল না।
৩য় টেস্ট
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
সেপ্টেম্বর ২০১৮ | |
---|
অক্টোবর ২০১৮ | |
---|
নভেম্বর ২০১৮ | |
---|
ডিসেম্বর ২০১৮ | |
---|
জানুয়ারি ২০১৯ | |
---|
ফেব্রুয়ারি ২০১৯ | |
---|
মার্চ ২০১৯ | |
---|
এপ্রিল ২০১৯ | |
---|
চলমান | |
---|
|
নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট সফর |
---|
টেস্ট ও এলওআই ট্যুর |
অস্ট্রেলিয়া | |
---|
বাংলাদেশ | |
---|
ইংল্যান্ড | |
---|
ভারত | |
---|
পাকিস্তান | |
---|
দক্ষিণ আফ্রিকা | |
---|
শ্রীলঙ্কা | |
---|
ওয়েস্ট ইন্ডিজ | |
---|
জিম্বাবুয়ে | |
---|
প্রতিযোগিতা আয়োজক |
বহুদলীয় সফর | |
---|
অন্যান্য সফর |
অস্ট্রেলিয়ান | |
---|
ডাচ | |
---|
ইংরেজ | |
---|
ফিজিয়ান | |
---|
বহু-জাতি | |
---|