২০১১ ক্রিকেট বিশ্বকাপ নকআউট পর্ব

২০১১ ক্রিকেট বিশ্বকাপ নকআউট পর্ব হলো ২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের পরে অনুষ্ঠিত দ্বিতীয় ও সর্বশেষ পর্ব।

নকআউট ছক

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
২৩ মার্চ – ঢাকা, বাংলাদেশ
 
 
 ওয়েস্ট ইন্ডিজ১১২
 
৩০ মার্চ – মোহালি, ভারত
 
 পাকিস্তান১১৩/০
 
 পাকিস্তান২৩১
 
২৪ মার্চ – আহমেদাবাদ, ভারত
 
 ভারত২৬০/৯
 
 অস্ট্রেলিয়া২৬০/৬
 
২ এপ্রিল – মুম্বই, ভারত
 
 ভারত২৬১/৫
 
 ভারত২৭৭/৪
 
২৫ মার্চ – ঢাকা, বাংলাদেশ
 
 শ্রীলঙ্কা২৭৪/৬
 
 নিউজিল্যান্ড২২১/৮
 
২৯ মার্চ – কলম্বো, শ্রীলঙ্কা
 
 দক্ষিণ আফ্রিকা ১৭২
 
 নিউজিল্যান্ড২১৭
 
২৬ মার্চ – কলম্বো, শ্রীলঙ্কা
 
 শ্রীলঙ্কা২২০/৫
 
 ইংল্যান্ড২২৯/৬
 
 
 শ্রীলঙ্কা২৩১/০
 

ম্যাচ

কোয়ার্টার ফাইনাল

পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ

২৩ মার্চ ২০১১
১৪:৩০ (দিন/রাত)
ওয়েস্ট ইন্ডিজ 
১১২ (৪৩.৩ ওভার)
 পাকিস্তান
১১৩/০ (২০.৫ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ভারত বনাম অস্ট্রেলিয়া

২৪ মার্চ ২০১১
১৪:৩০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৬০/৬ (৫০ ওভার)
 ভারত
২৬১/৫ (৪৭.৪ ওভার)
রিকি পন্টিং ১০৪ (১১৮)
যুবরাজ সিং ২/৪৪ (১০ ওভার)
যুবরাজ সিং ৫৭* (৬৫)
ডেভিড হাসি ১/১৯ (৫ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

২৫ মার্চ, ২০১১
১৪:৩০ (দিন/রাত)
নিউজিল্যান্ড 
২২১/৮ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৭২ (৪৩.২ ওভার)
জেসি রাইডার ৮৩ (১২১)
মরনে মরকেল ৩/৪৬ (৮ ওভার)
জ্যাক ক্যালিস ৪৭ (৭৫)
জ্যাকব ওরাম ৪/৩৯ (৯ ওভার)
নিউজিল্যান্ড ৪৯ রানে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) এবং রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড

২৬ মার্চ, ২০১১
১৪:৩০ (দিন/রাত)
ইংল্যান্ড 
২২৯/৬ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২৩১/০ (৩৯.৩ ওভার)
তিলকরত্নে দিলশান ১০৮* (১১৫)
লুক রাইট ০/১৭ (৪ ওভার)
শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: বিলি ডকট্রোভ (ওয়েস্ট ইন্ডিজ) ও সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সেমি-ফাইনাল

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড

২৯ মার্চ, ২০১১
১৪:৩০ (দিন/রাত)
নিউজিল্যান্ড 
২১৭ (৪৮.৫ ওভার)
 শ্রীলঙ্কা
২২০/৫ (৪৭.৫ ওভার)
তিলকরত্নে দিলশান ৭৩ (৯৩)
টিম সাউদি ৩/৫৭ (১০ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ভারত বনাম পাকিস্তান

৩০ মার্চ, ২০১১
১৪:৩০ (দিন/রাত)
ভারত 
২৬০/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
২৩১ (৪৯.৫ ওভার)
মিসবাহ-উল-হক ৫৬ (৭৬)
আশীষ নেহরা ২/৩৩ (১০ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

২ এপ্রিল, ২০১১
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা 
২৭৪/৬ (৫০ ওভার)
 ভারত
২৭৭/৪ (৪৮.২ ওভার)
মাহেলা জয়াবর্ধনে ১০৩* (৮৮)
যুবরাজ সিং ২/৪৯ (১০ ওভার)
গৌতম গম্ভীর ৯৭ (১২২)
লাসিথ মালিঙ্গা ২/৪২ (৯ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!