স্টিভেন রডনি ম্যাকুইন, সিবিই (ইংরেজি: Steven Rodney McQueen; জন্ম: ৯ অক্টোবর ১৯৬৯)[১] হলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ও চিত্রনাট্যকার। ২০১৩ সালে টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার,[২]বাফটা পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন, এবং পাশাপাশি শ্রেষ্ঠ পরিচালনার জন্য এই তিনটি পুরস্কারের মনোনয়ন লাভ করেন ও নিউ ইয়র্ক ক্রিটিকস সার্কেল পুরস্কার অর্জন করেন।[৩] ম্যাকুইন প্রথম কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা যিনি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেছেন।[৪][৫]
দৃশ্যকলায় তার অবদানের জন্য ২০১১ সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের কমান্ডার উপাধিতে ভূষিত করা হয়।[৬] ২০১৪ সালের এপ্রিল মাসে টাইম সাময়িকী তাদের টাইম ১০০ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ম্যাকুইনের নাম অন্তর্ভুক্ত করে।[৭][৮] ২০১৬ সালের অক্টোবরে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট তাকে তাদের সর্বোচ্চ সম্মাননা বিএফআই ফেলোশিপ প্রদান করে।[৯]