সাক্ষরতার হার অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকা

ভারতে সাক্ষরতা হারের মানচিত্র, ২০১১।[]

ভারতে সাক্ষরতার হার ১৯৪৭এ স্বাধীনতা অর্জনের কালে মাত্র ১২.০০ শতাংশ থেকে প্রাক্কলন অনুযায়ী ২০১৮-এ ৭৪.৩০ শতাংশে উন্নীত হয়েছে। ২০১১ তে অনুষ্ঠিত জনগণনায় ভারতের সাক্ষরতার হার ৭৪.০৪ শতাংশ নির্ণীত হয়েছিল। সাক্ষরতার মাপে ভারত পৃথিবীর ১২২তম দেশ। ভারতের বর্তমান জনসংখ্যা ১,৩৫৬,১৬৩,২৬২ জন। সাক্ষরতার হার রাজ্য থেকে রাজ্যে বিভিন্ন হয়ে থাকে। ২০১৮ এর প্রাক্কলন অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার ৯৩.৯১ শতাংশ। এটি সর্বোচ্চ হার।

রাজ্যভিত্তিক সাক্ষরতার হার

সাক্ষরতার হার রাজ্য থেকে রাজ্যে বিভিন্ন হয়ে থাকে। ২০১৮ এর প্রাক্কলন অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার ৯৩.৯১ শতাংশ। এটি সর্বোচ্চ হার। নিম্নের তালিকাটি সাক্ষরতার হার অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা। এই তালিকা ২০০১ ও ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে গঠিত; তবে নবগঠিত রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সাক্ষরতা হার দ্য টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টেরর ভিত্তিতে দেওয়া হল।[][][]

ক্রমিকমান ভারত/রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সাক্ষরতার হার (%) - ২০১১ জনগণনা সাক্ষরতার হার (%) - ২০০১ জনগণনা সাক্ষরতার হারে বৃদ্ধি (%)
* ভারত ৭৪.০৪ ৬৪.৮৩ ১.২
০০ তেলেঙ্গানা --[] -- --
কেরল ৯৩.৯১ ৯০.৮৬ ৩.১৪
লাক্ষাদ্বীপ ৯২.২৮ ৮৬.৬৬ ৫.৬২
মিজোরাম ৯১.৫৮ ৮৮.৮০ ২.৭৮
ত্রিপুরা ৮৭.৭৫ [] ৭৩.২৯ ১৩.৫৬
গোয়া ৮৭.৪০ ৮২.০১ ৫.৩৯
দমন ও দিউ ৮৭.০৭ ৭৮.১৮ ৮.৮৯
পুদুচেরি ৮৬.৫৫ ৮১.২৪ ৫.৩১
চণ্ডীগড় ৮৬.৪৩ ৮১.৯৪ ৪.৪৯
দিল্লি ৮৬.৩৪ ৮১.৬৭ ৪.৬৭
১০ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৮৬.২৭ ৮১.৩ ৪.৯৭
১১ হিমাচল প্রদেশ ৮৩.৭৮ ৭৬.৪৮ ৭.৩
১২ মহারাষ্ট্র ৮২.৯১ ৭৬.৮৮ ৬.০৩
১৩ সিক্কিম ৮২.২০ ৬৮.৮১ ১৩.৯
১৪ তামিলনাড়ু ৮০.৩৩ ৭৩.৪৫ ৬.৮৮
১৫ নাগাল্যান্ড ৮০.১১ ৬৬.৫৯ ১৩.৫২
১৬ মনিপুর ৭৯.৮৫ ৬৯.৯৩ ৯.৯২
১৭ উত্তরাঞ্চল ৭৯.৬৩ ৭১.৬২ ৮.০১
১৪ গুজরাত ৭৯.৩১ ৬৯.১৪ ১০.১৭
১৯ দাদরা ও নগর হাভেলি ৭৭.৬৫ ৫৭.৬৩ ২০.০২
২০ পশ্চিম বঙ্গ ৭৭.০৮ ৬৮.৬৪ ৮.৪৪
২১ পাঞ্জাব ৭৬.৬৮ ৬৯.৬৫ ৭.০৩
২২ হরিয়ানা ৭৬.৬৪ ৬৭.৯১ ৮.৭৩
২৩ কর্ণাটক ৭৫.৬০ ৬৬.৬৪ ৮.৯৬
২৪ মেঘালয় ৭৫.৪৮ ৬২.৫৬ ১২.৯২
২৫ ওড়িশা ৭৩.৪৫ ৬৩.০৪ ১০.৩৭
২৬ অসম ৭৩.১৮ ৮৩.১১ ৯.৯৩
২৭ ছত্তিসগড় ৭১.০৪ ৬৪.৬৬ ৬৩.৩৮
২৮ মধ্য প্রদেশ ৭০.৬৩ ৬৩.৭৪ ৬.৮৯
২৯ উত্তর প্রদেশ ৬৯.৭২ ৫৬.২৭ ১৩.৪৯
৩০ জম্মু ও কাশ্মীর ৬৮.৭৪ ৫৫.৫২ ১৩.২২
৩১ ঝাড়খণ্ড ৬৭.৬৩ ৫৩.৫৬ ১৪.০৭
৩২ রাজস্থান ৬৭.৬
০০ অন্ধ্রপ্রদেশ

টীকা

  1. In September 2013, the State Government of Tripura claimed that the state has surpassed Kerala as the most literate state in India, with a literacy rate of 94.65%.[][]

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!