লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১]
কানাইঘাট উপজেলা হতে ৬ কি: মি: উত্তরে সুরইঘাট। বাজারের পশ্চিম পার্শ্বে ২নং পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়ন অবস্থিত। পূর্বে নুন খাল, পশ্চিমে চিলাই নদী, উত্তরে খাসিয়া জৈন্তা পাহাড় এবং দক্ষিণে ৬ নং কানাইঘাট ইউনিয়ন।
এ ইউনিয়নের আয়তন ২৭ বর্গ কি.মি.। মোট জনসংখ্যা- ২৬০০০হাজার। পুরুষ ১২৮০০ জন, মহিলা ১৩২০০জন। ভোটার সংখ্যা- ১২৭৬৫ জন।
শিক্ষার হার- ৪৫%