সিলেট শহর হতে সড়ক যোগে কানাইঘাট হতে ১৫ কি: মি: পশ্চিমে মাছুখাল বাজর থেকে বাম দিকে ৩ কি.মি দক্ষিণে মানিকগঞ্জ বাজরের পাশে ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়। সীমানা: পূর্বে- শাহগলী বাজার, পশ্চিমে- ঝিংগাবাড়ী ইউনিয়ন, উত্তরে- জৈন্তাপুর উপজেলা, দক্ষিণে- বিয়ানীবাজার উপজেলা।
ইতিহাস
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ৩৪.৪৭বর্গ কিলোমিটার।
জনসংখ্যা- মোট- ৩০,৫৬৩জন,পুরুষ-১৫,৫০০জন,মহিলা-১৫০৬৩জন। ভোটারসংখ্যা- ১৭,৫০০ জন।
শিক্ষা
শিক্ষার হার- ৭৫%
শিক্ষা প্রতিষ্ঠান-
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা - সরকারী- ১২টি।
নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- নাই।
মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- বেসরকারী ২টি।
কলেজের সংখ্যা- বেসরকারী ১টি।
মাদ্রাসার সংখ্যা- আলীয়া- ১টি, কওমি- ৫টি, অন্যান্য ৫টি।
ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ-৫৮ টি, মন্দির- ১টি।
দর্শনীয় স্থান
হাট-বাজার
গাছবাড়ী বাজার
বড়দেশ বাজার
মানিকগঞ্জ বাজার
সীমা বাজার
মাছুখাল বাজার
খাল ও নদী
পাশ দিয়ে বয়ে চলেছে সৌন্দর্যপূর্ন সুরমা নদী। ইউনিয়নে মোট ৮ টি ছোট বড় খাল রযেছে। প্রত্যেকটি খালই সুরমা নদীর সাথে সংযুক্ত হয়েছে।
↑"দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জানুয়ারি ২০১৮। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
↑"কানাইঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ৭ আগস্ট ২০১৪। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।