জকিগঞ্জ উপজেলা সদর থেকে ১৪ কিমি দূরে অবস্থিত অবস্থিত।
ইতিহাস
শাহ জালালের শিষ্য সৈয়দ ইছে জালাল ইসলামধর্ম প্রচার করতে এই এলাকায় গেলে বারো ঠাকুরদের সঙ্গে তার তর্কযুদ্ধ হয়। তর্কযুদ্ধে ইছে জালালের যুক্তি আর বিচক্ষণতার কাছে হার মানেন বারোজন ঠাকুর এবং ইসলামধর্ম গ্রহণ করেন। ইছে জালাল ও স্থানীয় এলাকাবাসী এ বারোজন ঠাকুরের ইসলাম গ্রহণকে সম্মান জানিয়ে এই এলাকার নামকরণ করেন বারোঠাকুর। ১৯৬০ সালে বারঠাকুরী গ্রামের নামানুসারে ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।[৩]