সিলেট জেলার কানাইঘাট উপজেলা হতে ১৭ কি: মি: পশ্চিমে গাছবাড়ী বাজারের পাশে ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন অবস্থিত। সীমানা: পূর্বে- ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন, পশ্চিমে-রাজাগঞ্জ ইউনিয়ন, উত্তরে- জৈন্তাপুর উপজেলা, দক্ষিণে- বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা। সুরমা নদীর তীরে গাছবাড়ী বাজারস্থ এই ইউনিয়নের কার্যালয়।