ভিলি ভাষা পশ্চিম-মধ্য ভারতে প্রচলিত ইন্দো-আর্য ভাষাসমূহের একটি। এই ভাষা রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্য প্রদেশে ব্যবহৃত হয়ে থাকে।[১] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১৪তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ১ কোটি ৪ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.৮৬%।[২] এটি একমাত্র ভারতীয় ভাষা যার এক কোটির অধিক বক্তা হওয়া সত্বেও ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত নয়। ভিলি ভারতের বৃহত্তম উপজাতি ভাষা।
নিচের তালিকাটি ভিলি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।
২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী ভিলিভাষীর তালিকা নিম্নরূপ:[৫][৬]