বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
বৃহত্তম বানিয়াচং গ্রাম যে চারটি ইউনিয়ন নিয়ে অবস্থিত, তার মধ্যে একটি ইউনিয়ন বানিয়াচং উত্তর পূর্ব। এ উপজেলায় রয়েছে বানিয়াচং উপজেলা পরিষদ। এই উপজেলার উত্তরে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন, পশ্চিমে বানিয়াচং উত্তর পশ্চিম ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন, দক্ষিনে বানিয়াচং দক্ষিণ পশ্চিম ও বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউনিয়ন এবং পূর্বে কাগাপাশা ও বড়ইউরি ইউনিয়ন অবস্থিত।
১) বানিয়াচং রাজবাড়ি
২) পুরানবাগ জামে মসজিদ
৩) তাবলিজি মার্কাজ মসজিদ
৪) কালিদাষ্টিকা ব্রীজ
আয়তন- ২৬.০৩ (বর্গ কিঃ মিঃ)। জনসংখ্যা– ১৭,৬৪৬ জন।
শিক্ষার হার : ৬৫%। (২০১০ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
সুবির নন্দী - গায়ক
বর্তমান চেয়ারম্যান- মিজানুর রহমান খান