মানচিত্র
বুল্লা ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
আয়তন
বুল্লা ইউনিয়নের আয়তন ১১,৮৭২ একর (৪৮.৮ বর্গ কিলোমিটার)।[১]
ইতিহাস
অনেক দিন পূর্বে ভুলবশত এক সন্যাসী রাস্তা ভুলে এই স্থানে বসবাস শুরু করেন। পরর্তীতে এখানে জনবসতি শুরু হয় এবং তিনি এখানে বাস করতে শুরু করেন সেই থেকে তাহার নাম বুল্লা হয়।[২]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুল্লা ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৮০৮ জন। এর মধ্যে পুরুষ ১০,৫৪৯ জন এবং মহিলা ১১,২৫৯ জন। মোট পরিবার ৪,০৪৫টি।[১]
ভৌগোলিক উপাত্ত
পাহাড়ী মৃত্তিকায় গঠিত হলেও এই অঞ্চলটি মূলত সমভূমি।
অবস্থান ও সীমানা
প্রশাসনিক কাঠামো
বুল্লা ইউনিয়ন মাধবপুর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বানেশ্বর
- মাহমুদপুর
- গাগড়া বাড়ী
- দক্ষিণ বরগ
- মাল্লা
- ধনকুড়া
- পাটুলী
- দক্ষিণ বুল্লা
- উত্তর বুল্লা
- রামপুর
- মাঝিশ্বাইর
- উজ্জ্বলপুর
- রামেশ্বর (অংশ)
- পৈলাবাড়ী
- গোবিন্দপুর (অংশ)
শিক্ষাব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুল্লা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.০৬%।[১] এ ইউনিয়নে
১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
ধর্মীয় উপাসনালয়
খাল ও নদী
হাট-বাজার
বুল্লা ইউনিয়নে ৩টি হাটবাজার রয়েছে।
- উল্লেখযোগ্য হাটবাজার
- বুল্লা বাজার
- রামপুর বাজার
- বানেশ্বর বাজার[৩]
দর্শনীয় স্থান
- খাসটি নদীর ব্রীজ
- বুল্লা বড় বাড়ী
উল্লেখযোগ্য ব্যক্তি
- মাওঃ মরহুম আসাদ আলী –— সাবেক সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
- চেয়ারম্যান: মোঃ শামসুল ইসলাম মামুন
- চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ