এই ইউনিয়নের আয়তন ১৪.৯০ বর্গ কি.মি.।[১] এটি মাধবপুর উপজেলা পরিষদ হইতে ০.৫০ কি:মি: দূরে দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা-সিলেট মহাসড়ক হইতে মাধবপুর-মনতলা রাস্তা দিয়ে প্রায় ০.২৫ কি:মি: দূরত্বে অবস্থিত। এখানকার প্রধান নদীর নাম নদী।
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোক সংখ্যা ১৯,০৬২ জন; যাদের মধ্যে পুরুষ ৯,২৬৫ জন এবং মহিলা ৯,৭৯৭ জন।[১]
নির্বাচিত জন-প্রতিনিধি
বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করে ২০১১ সালের ১২ আগস্ট তারিখে এবং প্রথম সভায় মিলিত হয় ঐ একই বছর ২৫ আগস্ট তারিখে; ফলে এর মেয়াদ উর্ত্তীন হবে ২০১৬ সালের ২৭ জুলাই তারিখ।
শিক্ষাব্যবস্থা
এখানকার শিক্ষার হার ৫৫%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[১]