২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোকসংখ্যা ২৩,৬১৭ জন; যাদের মধ্যে পুরুষ ১১,৯০৪ জন এবং মহিলা ১১,৭৮৯ জন।[১] এখানে সর্বমোট ৪,৭৮৩টি পরিবারের বসবাস রয়েছে।
নির্বাচিত জন-প্রতিনিধি
শিক্ষাব্যবস্থা
এখানকার শিক্ষার হার ৫৫%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[১]
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১১টি,
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ২টি,
উচ্চ বিদ্যালয় - ৩টি
১.ডাঃ মহিউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ - মানিকপুর
২.কালিকাপুর উচ্চ বিদ্যালয় -কালিকাপুর
৩. শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- শাহজিবাজার