বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
বৃহত্তম বানিয়াচং গ্রাম যে চারটি ইউনিয়ন নিয়ে অবস্থিত, তার মধ্যে একটি ইউনিয়ন হচ্ছে বানিয়াচং উত্তর পশ্চিম। এই ইউনিয়ন বানিয়াচং উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের উত্তরে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ও জলসূখা ইউনিয়ন, পশ্চিমে আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ও শিবপাশা ইউনিয়ন, পূর্বে বানিয়াচং উত্তর পূর্ব ও বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এবং দক্ষিণে বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন অবস্থিত।
তোপখানা, উত্তর তোপখানা, সৈদ্যারটুলা, পাঠানটুলা, দোকানটুলা, মিনাট, সেনপাড়া , আচার্য্যপাড়া, খাকশ্রী, তকবাজখানী, রঘুচৌধুরী পাড়া, আদর্শ গ্রাম, চানপাড়া, ভবান্দখার পাড়া, নৈড়পাড়া, রুপরাজখার পাড়া, বিদ্যাভূষন পাড়া, আমিরখানী, বিজয়গনর, ঘাগড়াকোনা, গরীব হোসেন মহল্লা ,আদমখানী, কুতুবখানী, মোহরের পাড়া, শেখের মহল্লা, ভট্টপাড়া।
শিক্ষার হার : ৪০.১% । (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
কবি জয়তুন বিশ্বাস, এডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাস, মাস্টার মোঃনূরুল হুদা বিশ্বাস ।
বর্তমান চেয়ারম্যান- হায়দারুজ্জামান খান ( ধন মিয়া )