ডগলাস ফেয়ারব্যাঙ্কস

ডগলাস ফেয়ারব্যাঙ্কস
Douglas Fairbanks
দ্য প্রাইভেট লাইফ অব ডন হুয়ান (১৯৩৪) এ ফেয়ারব্যাঙ্কস
জন্ম
ডগলাস এল্টন থমাস উলম্যান

(১৮৮৩-০৫-২৩)২৩ মে ১৮৮৩
মৃত্যুডিসেম্বর ১২, ১৯৩৯(1939-12-12) (বয়স ৫৬)
সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
সমাধিহলিউড ফরেভার সিমেট্রি
জাতীয়তামার্কিন
শিক্ষাডেনভার ইস্ট হাই স্কুল
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৮৯৯-১৯৩৪
দাম্পত্য সঙ্গীঅ্যানা বেথ সুলি (বি. ১৯০৭; বিবাহবিচ্ছেদ ১৯১৯)
ম্যারি পিকফোর্ড (বি. ১৯২০; বিবাহবিচ্ছেদ ১৯৩৬)
সিলভিয়া অ্যাশলি (বি. ১৯৩৬)
সন্তানডগলাস ফেয়ারব্যাঙ্কস জুনিয়র

ডগলাস ফেয়ারব্যাঙ্কস (ইংরেজি: Douglas Fairbanks; জন্ম: ডগলাস এল্টন থমাস উলম্যান; ২৩শে মে, ১৮৮৩ - ১২ই ডিসেম্বর, ১৯৩৯) ছিলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার।[] তিনি দ্য থিফ অব বাগদাদ, রবিন হুড এবং দ্য মার্ক অব জরো চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধি অর্জন করেন।

ফেয়ারব্যাঙ্কস ছিলেন ইউনাইটেড আর্টিস্ট্‌সের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইয়েন্সেসের প্রতিষ্ঠাতা সদস্য ও ১৯২৯ সালে ১ম অস্কার আয়োজনের উপস্থাপক ছিলেন। ১৯২০ সালে ম্যারি পিকফোর্ডকে বিয়ের মধ্য দিয়ে তারা হলিউড আভিজাত্যে পরিণত হন এবং ফেয়ারব্যাঙ্কসকে "হলিউডের রাজা" বলে অভিহিত করা হতো।,[]

ফেয়ারব্যাঙ্কস ১৯১০ ও ১৯২০ এর দশকের অন্যতম সেরা তারকা হিসেবে স্বীকৃত হলেও সবাক চলচ্চিত্রের বিকাশের ফলে তার কর্মজীবনে দ্রুত পতন দেখা দেয়। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল দ্য প্রাইভেট লাইফ অব ডন হুয়ান (১৯৩৪)।

জীবনী

প্রারম্ভিক জীবন

ডগলাস এল্টন থমাস উলম্যান ১৮৮৩ সালের ২৩শে মে ডেনভারের কলোরাডোতে জন্মগ্রহণ করেন। তার পিতা হেজেকিয়াহ চার্লস উলম্যান (১৫ই সেপ্টেম্বর, ১৮৩৩ - ২৩শে ফেব্রুয়ারি, ১৯১৫) এবং তার মাতা এলা অ্যাডিলেড (জন্মনাম: মার্শ, জন্ম ১৮৪৭)। তার এক ভাই ছিল, নাম রবার্ট পেইন উলম্যান (১৩ই মার্চ, ১৮৮২ - ২২শে ফেব্রুয়ারি, ১৯৪৮) এবং দুইজন সৎভাই ছিল, জন ফেয়ারব্যাঙ্কস জুনিয়র (জন্ম ১৮৭৩) এবং নরিস উইলকক্স (২০শে ফেব্রুয়ারি, ১৮৭৬ - ২১শে অক্টোবর, ১৯৪৬)।[] তার পিতা হেজেকিয়াহ পেনসিলভানিয়ার বেরিসবার্গে জন্মগ্রহণ করেন, কিন্তু উইলিয়ামস্পোর্টে বেড়ে ওঠেন। তিনি একটি ইহুদি পরিবারের ছয় পুত্র ও চার কন্যার মধ্যে চতুর্থ সন্তান ছিলেন। হেজেকিয়াহের পিতামাতা লাজারুস উলম্যান ও লিডিয়া আব্রাহাম ১৮৩০ সালে জার্মানির বাডেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।

প্রারম্ভিক কর্মজীবন

ফেয়ারব্যাঙ্কস ডেনভার মঞ্চে একজন আনাড়ি শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তিনি এলিথ গার্ডেনস থিয়েটার ও অন্যান্য মার্গারেট ফিয়ালির পৃষ্ঠপোষকতায় পরিচালিত কয়েকটি মঞ্চদলে কাজ করতেন। ফিয়ালি তখন ডেনভারে তরুণদের জন্য একটি অভিনয় প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ফেয়ারব্যাঙ্কস ডেনভার ইস্ট হাই স্কুলে পড়াশুনা করেন এবং স্কুলের পিয়ানোর তার কাটার জন্য তাকে বহিষ্কার করা হয়।[]

তিনি ১৮৯৯ সালে ১৫ বছর বয়সে স্কুল ত্যাগ করেন। তিনি কলোরাডো স্কুল ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন বলে দাবী করতেন, কিন্তু তার কোনো দাবীই সত্য নয়। তিনি ফ্রেডেরিক ওয়ার্ডের অভিনয় দলে যোগ দেন এবং ১৮৯৯ সালের সেপ্টেম্বরে কয়েকটি দেশে সফরে যান। তিনি ওয়ার্ডের সাথে দুই মৌসুম সফর করেন, এবং অভিনেতা ও মঞ্চ সহকারী হিসেবে এই দলে কাজ করতেন।[]

তথ্যসূত্র

  1. Obituary Variety, December 13, 1939, p. 54.
  2. "Douglas Fairbanks Sr. Biography"The Douglas Fairbanks Museum (ইংরেজি ভাষায়)। মে ১৫, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Full text of "The Film Daily (Oct-Dec 1946)"" (ইংরেজি ভাষায়)। Archive.org। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. Goessel, TraceyThe First King of Hollywood; The Life of Douglas Fairbanks. Chicago Review Press, 2016

বহিঃসংযোগ

অলাভজনক সংস্থার অবস্থান
পূর্বসূরী
পদ সৃষ্টি
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড ‍সায়েন্সেসের সভাপতি
১৯২৭–১৯২৯
উত্তরসূরী
উইলিয়াম সি. ডিমিল

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!