চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেত্রীর জন্য প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে। শুরু থেকেই এই বিভাগে নামে পরিবর্তন দেখা গেছে; ২০০৫ সাল থেকে দাপ্তরিকভাবে এই বিভাগকে "চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় পারদর্শিতা" নামে ডাকা হচ্ছে।
এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী কাটিনা পাক্সিনু , তিনি ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন। ছয়জন অভিনেত্রী এই পুরস্কার দুইবার করে লাভ করেছেন, তারা হলেন ক্যারেন ব্ল্যাক , রুথ গর্ডন , অ্যাঞ্জেলা ল্যান্সবারি , অ্যাগনেস মুরহেড , মেরিল স্ট্রিপ ও কেট উইন্সলেট । এই বিভাগে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী ডেভাইন জয় র্যান্ডলফ দ্য হোল্ডওভারস (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[ ১]
বিজয়ী ও মনোনীতদের তালিকা
কাটিনা পাক্সিনু ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩)-এ অভিনয়ের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন।
অ্যাগনেস মুরহেড মিসেস পার্কিংটন (১৯৪৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলা ল্যান্সবারি দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে (১৯৪৫) ও দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
অ্যান ব্যাক্সটার দ্য রেজর্স এজ (১৯৪৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
সেলেস্ট হোম জেন্টলম্যান্স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
এলেন কর্বি আই রিমেম্বার মামা (১৯৪৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মেরিল স্ট্রিপ ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) ও অ্যাডাপ্টেশন. (২০০২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলিনা জোলি গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯)-এ জন্য পুরস্কৃত হন।
কেড হাডসন অলমোস্ট ফেমাস (২০০০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার কনেলি এ বিউটিফুল মাইন্ড (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রানে জেলওয়েগার কোল্ড মাউন্টেন (২০০৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ন্যাটালি পোর্টম্যান ক্লোজার (২০০৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
র্যাচেল ভাইস দ্য কনস্ট্যান্ট গার্ডেনার (২০০৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার হাডসন ড্রিমগার্লস্ (২০০৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেট ব্লানচেট আ'ম নট দেয়ার (২০০৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেট উইন্সলেট দ্য রিডার (২০০৮) ও স্টিভ জবস (২০১৫)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
মোনিক প্রেশাস (২০০৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মেলিসা লিও দ্য ফাইটার (২০১০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অক্টাভিয়া স্পেন্সার দ্য হেল্প (২০১১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যান হ্যাথাওয়ে লে মিজেরাবল (২০১২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেনিফার লরেন্স আমেরিকান হাসল (২০১৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
প্যাট্রিশিয়া আর্কেট বয়হুড (২০১৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ভায়োলা ডেভিস ফেন্সেস (২০১৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যালিসন জ্যানি আই, টনিয়া (২০১৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রেজিনা কিং ইফ বিয়েল স্ট্রিট কুড টক (২০১৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
লরা ডার্ন ম্যারিজ স্টোরি (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জোডি ফস্টার দ্য মৌরিতানিয়ান (২০২০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
আরিয়ানা ডাবোজ ওয়েস্ট সাইড স্টোরি (২০২১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যাঞ্জেলা বাসেট ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
১৯৪০-এর দশক
১৯৫০-এর দশক
১৯৬০-এর দশক
১৯৭০-এর দশক
১৯৮০-এর দশক
১৯৯০-এর দশক
২০০০-এর দশক
২০১০-এর দশক
২০২০-এর দশক
* কেট উইন্সলেট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।
একাধিক বিজয়
২ বার
দুয়ের অধিক মনোনয়ন
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
চলচ্চিত্র পুরস্কার টেলিভিশন পুরস্কার বাতিলকৃত পুরস্কার অন্যান্য অনুষ্ঠান
১৯৪৩-১৯৭৫ ১৯৭৬-২০০০ ২০০১-বর্তমান