আমেরিকান হাসলডেভিড ও. রাসেল পরিচালিত ২০১৩ সালের মার্কিন অপরাধধর্মী চলচ্চিত্র। ১৯৭০-এর দশকের শেষভাগ ও ১৯৮০-এর দশকের শুরুতে এফবিআইয়ের অ্যাবস্ক্যাম অপারেশন থেকে অনুপ্রাণিত হয়ে এর চিত্রনাট্য রচনা করেছেন এরিক ওয়ারেন সিঙ্গার ও রাসেল।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল, অ্যামি অ্যাডামস, ব্র্যাডলি কুপার, জেনিফার লরেন্স ও জেরেমি রেনার। এতে দেখা যায় এফবিআই এজেন্ট রিচি ডিমাসো (কুপার) দুইজন কন আর্টিস্ট আরভিং রোজেনফেল্ড (বেল) ও সিডনি প্রোসারকে (অ্যাডামস) দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে স্ট্রিং অপারেশন পরিচালনা করতে বাধ্য করেন। চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১৩ সালের ৮ই মার্চ ম্যাসাচুসেট্সেরবস্টন ও উস্টার এবং নিউ ইয়র্ক সিটিতে।
পরিচালক ডেভিড ও. রাসেল ২০১৩ সালের ৩১শে জুলাই চলচ্চিত্রটির টিজার ট্রেইলার[৪] এবং ২০১৩ সালের ৯ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির ট্রেইলার প্রকাশ করেন।[৫] চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে দেশব্যাপী মুক্তি দেওয়া হয়।[৬]
২০১৪ সালের ১৮ই মার্চ আমেরিকান হাসল চলচ্চিত্রটির ডিভিডি ও ব্লু-রে সংস্করণ প্রকাশিত হয়।[৭]
মূল্যায়ন
বক্স অফিস
ভ্যারাইটি ধারণা করে এই চলচ্চিত্রটির নির্মাণব্যয় $৪০ মিলিয়ন। প্রযোজক চার্লস রোভেনকে নির্মাণব্যয় $৪০ থেকে $৫০ মিলিয়নের মধ্যে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেছিলেন, "আমি বলব এটা ভালো পরিবেষ্টনী"।[৮][৯]
চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় $১৫০.১ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে $১০১.১ মিলিয়নসহ বিশ্বব্যাপী মোট $২৫১.২ মিলিয়ন আয় করে।[৯][১০] চলচ্চিত্রটির সকল ব্যয় ও আয় হিসাব করে এর নিট আয় হয় $২৭ মিলিয়ন।[১১]