Share to: share facebook share twitter share wa share telegram print page

কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের পতাকা

কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ
ব্যবহার Civil এবং state flag
অনুপাত ১:২
গৃহীত ৬ এপ্রিল ২০০৪ (2004-04-06)
অঙ্কন সবুজ পটভূমির উপর- ক্যান্টনে সোনালি বৃত্তের মাঝে একটি পাম গাছ, পতাকার কেন্দ্রে একটি সোনালি নতুন চাঁদ এবং ডানে সাউদার্ন ক্রস (crux)।
এঁকেছেন মোহাম্মদ ঈসা মিঙ্কম

কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের পতাকাটি ২০০৩ সালে নকশা করা হয় এবং ২০০৪ সালের ৬ এপ্রিল তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।[]

নকশা

পতাকাটির পটভূমি সবুজ। এর উপর সোনালি বৃত্তে একটি পাম গাছ, একটি নতুন চাঁদ এবং সাউদার্ন ক্রসের পাঁচটি তারা রয়েছে।

পতাকায় ব্যবহৃত সবুজ ও সোনালি অস্ট্রেলিয়ার জাতীয় রং। নতুন চাঁদ ইসলামের প্রতীক, যা দীপপুঞ্জটির অধিকাংশ মানুষের ধর্ম। আর সাউদার্ন ক্রস অস্ট্রেলিয়া এবং দক্ষিণ গোলার্ধের প্রতীক।[]

তথ্যসূত্র

  1. Cahoon, Ben (২০১৭)। "কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ"ওয়ার্ল্ড স্টেটসম্যান। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯ 
  2. "কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ"ফ্ল্যাগ স্পট। ২০১৫। Archived from the original on ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya