২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপমহিলাদেরএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটে র্যাঙ্কিং প্রতিযোগিতাবিশেষ। সর্বমোট আটটি দল একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতা শেষে শীর্ষ চার দল স্বয়ংক্রিয়ভাবে ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। নিচের সারির চার দলকে ২০১৭ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়া ছয় দলের মুখোমুখি হতে হয় ও বাকী চার দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়।[১][২] কোন সিরিজে চার বা ততোধিক একদিনের আন্তর্জাতিক (ওডিআই) থাকে, তাহলে প্রথম তিনটি খেলা চ্যাম্পিয়নশীপে অন্তর্ভুক্ত হবে।[৩]
মন্তব্য: ষষ্ঠ রাউন্ডের সময়সূচীতে পাকিস্তান ও ভারতের মধ্যকার খেলাটি অক্টোবর, ২০১৬ সালে অনুষ্ঠিত হবার কথা ছিল।[৫] ৯ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত এ সময়সূচীতে খেলা অগ্রসর হবে, না-কি হবে না - এ বিষয়ে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি।[৬] ২৩ নভেম্বর, ২০১৬ তারিখে আইসিসি কারিগরী কমিটি সিদ্ধান্ত দেয় যে, ভারতীয় মহিলা দল সবগুলো খেলা থেকে বিরত থাকবে। ফলশ্রুতিতে পাকিস্তান সবগুলো পয়েন্ট পাবে।[৭] প্রতি খেলার জন্য পাকিস্তান দুই পয়েন্ট পাবে। অন্যদিকে ভারত ৫০ ওভারের প্রত্যেক খেলা থেকে ০ রান সংগ্রহ করেছে বলে ঘোষণা দেয়। এরফলে নেট রান রেটে তা প্রতিফলিত হবে।[৮]