২০১৪-১৫ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর

২০১৪-১৫ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ৩ অক্টোবর, ২০১৪ – ১৭ অক্টোবর, ২০১৪
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দীনেশ রামদিন (টেস্ট)
ডোয়েন ব্র্যাভো (ওডিআই)
ড্যারেন স্যামি (টি২০আই)
টেস্ট সিরিজ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান বিরাট কোহলি (১৯১) মারলন স্যামুয়েলস (২৫৪)
সর্বাধিক উইকেট মোহাম্মদ শমী (১০) জেরোমি টেলর (৬)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ২০১৪ সালে ভারত সফর করে। পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৩ অক্টোবর, ২০১৪ তারিখ থেকে ১৮ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত ভারত সফরে দলটি ভারত ক্রিকেট দলের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ, ৫টি একদিনের আন্তর্জাতিক ও একটিমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল।[] ওডিআই সিরিজের তৃতীয় খেলাটি হুদহুদ ঘূর্ণিঝড়ের কারণে পরিত্যক্ত ঘোষিত হওয়ার প্রেক্ষিতে চার খেলার সিরিজে পরিণত হয়।[]

সিরিজ শুরুর দিন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড-এর কাছে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের পাওনা বাকী থাকায় খেলোয়াড়রা মাঠে না নামার হুমকি দেয়। বিসিসিআই হস্তক্ষেপের পর, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের পাওন পরিশোধের প্রতিশ্রুতি দেয় এবং সিরিজ শুরু হয়। ১৭ অক্টোবর ২০১৪ তারিখ, টস করার সময়, ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভো তার সাথে সম্পূর্ণ দল আনেন এনং ঘোষণা দেন যে তারা সম্পূর্ণ সফর পরিত্যাগ করেছেন কারণ তারা WICB থেকে তাদের প্রতিশ্রুত পাওনা পাননি। পরবর্তীতে বিসিসিআই নিশ্চিত করে যে পাওনা পরিশোধ সংক্রান্ত কারণে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সমিতির মধ্যে চলমান সমসার কারণে ৪র্থ ওডিআই বাতিল হয়েছে।[][] মাঝপথে সিরিজ বাতিল করার পাল্টা পদক্ষেপ হিসাবে বিসিসিআই ডব্লিউআইসিবির মধ্যকার সব দ্বিপক্ষীয় সফর পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করে।[] সেই সাথে বিসিসিআই সেই সময়ে শ্রীলঙ্কাকে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়।

দলের সদস্য

টেস্ট ওডিআই টি২০আই
 ভারত  ওয়েস্ট ইন্ডিজ  ভারত[]  ওয়েস্ট ইন্ডিজ []  ভারত[]  ওয়েস্ট ইন্ডিজ

প্রস্তুতিমূলক খেলা

লিস্ট এ: ভারত এ বনাম ওয়েস্ট ইন্ডিয়ান্স

৩ নভেম্বর, ২০১৪
৯:০০
স্কোরকার্ড
ভারত এ 
১৪৯/১ (২৫.৩ ওভার)
 ওয়েস্ট ইন্ডিয়ান্স
১৪৮ (৩৮.১ ওভার)
উন্মুক্ত চাঁদ ৭৯* (৮১)
কেমার রোচ ১/২৮ (৪ ওভার)
ভারত এ ৯ উইকেটে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: রাজেশ দেশপাণ্ডে (ভারত) ও পশ্চিম পাঠক (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

লিস্ট এ: ভারত এ বনাম ওয়েস্ট ইন্ডিয়ান্স

৫ অক্টোবর, ২০১৪
২:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত এ 
২৮২ (৪৮.১ ওভার)
 ওয়েস্ট ইন্ডিয়ান্স
২৬৬/৯ (৫০ ওভার)
উন্মুক্ত চাঁদ ১০১ (১১১)
জেরোমি টেলর ৩/৫১ (৯.১ ওভার)
দীনেশ রামদিন ১০২ (১০২)
ধবল কুলকার্নি ৩/৩৯ (১০ ওভার)
  • ভারত এ দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্রথম-শ্রেণী: ভারতীয় বোর্ড সভাপতি একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিয়ান্স

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৮ অক্টোবর, ২০১৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩২১/৬ (৫০ ওভার)
 ভারত
১৯৭ (৪১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১২৪ রানে বিজয়ী
জওহরলাল নেহেরু স্টেডিয়াম, কোচি
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও এস. রবি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

১১ অক্টোবর, ২০১৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
২৬৩/৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২১৫ (৪৬.৩ ওভার)
সুরেশ রায়না ৬২ (৬০)
জেরোমি টেলর ৩/৫৪ (১০ ওভার)
ডোয়েন স্মিথ ৯৭ (৯৭)
মোহাম্মদ শমী ৪/৩৬ (৯.৩ ওভার)
  • ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

১৪ অক্টোবর, ২০১৪
১৪:৩০
স্কোরকার্ড

৪র্থ ওডিআই

১৭ অক্টোবর, ২০১৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৩৩০/৬ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৭১ (৪৮.১ ওভার)
বিরাট কোহলি ১২৭ (১১৪)
সুলেইমান বেন ১/৩০ (৮ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই

২০ অক্টোবর, ২০১৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড

টি২০আই সিরিজ

একমাত্র টি২০আই

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২য় টেস্ট

৩য় টেস্ট

পরিসংখ্যান

ওডিআই
ব্যাটিং[১২]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
মারলন স্যামুয়েলস  ওয়েস্ট ইন্ডিজ ২৫৪ ১২৭.০০ ১২৬*
বিরাট কোহলি  ভারত ১৯১ ৬৩.৬৬ ১২৭
ডোয়াইন স্মিথ  ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ ৪৭.৬৬ ৯৭
সুরেশ রায়না  ভারত ১৩৩ ৪৪.৩৩ ৭১
শিখর ধাওয়ান  ভারত ১০৪ ৩৪.৬৬ ৬৮
বোলিং[১৩]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
মোহাম্মদ শমী  ভারত ২৭.৪ ১০ ১৭.৪০ ৪/৩৬
রবীন্দ্র জাদেজা  ভারত ২৮ ৩০.৩৩ ৩/৪৪
জেরোমি টেলর  ওয়েস্ট ইন্ডিজ ২৯ ৩৬.২০ ৩/৫৪
উমেশ যাদব  ভারত ১৮ ২৮.৬৬ ২/৪৪
রবি রামপাল  ওয়েস্ট ইন্ডিজ ১৬ ৩১.৬৬ ২/৪৮

তথ্যসূত্র

  1. West Indies' India tour to begin on October 8
  2. "Due to Hudhud Cyclone, This match was abandoned"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ১২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪ 
  3. "West Indies to pull out of India tour"ক্রিকইনফো। ১৭ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪ 
  4. "West Indies: India tour to end early over payment dispute"। বিবিসি স্পোর্ট। ১৭ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪ 
  5. "India suspend tours of West Indies and start legal action"বিবিসি স্পোর্ট। BBC। ২১ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 
  6. "India's 5 ODI Squad"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪ 
  7. "West Indies 5 ODI Squad"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ৫ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪ 
  8. "Only T20I squard"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ১৪ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৪ 
  9. "Ishant replaces injured Mohit"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪ 
  10. "Simmons out of India tour"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ১৩ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪ 
  11. "Narine withdrawn by WICB from India tour"। ইএসপিএনক্রিকইনফো (ইএসপিএন স্পোর্টস মিডিয়া)। ৩ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪ 
  12. "Records / West Indies in India ODI Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৪ 
  13. "Records / West Indies in India ODI Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!