২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী পৌরসভার জনসংখ্যা ১,০৬,০৬০জন। এর মধ্যে ৫৫,২৭৩জন মুসলিম, ৩৬,৩৬২জন বৌদ্ধ, ১৩,৮৪৫জন হিন্দু, ৪৭০জন খ্রিস্টান ও ১১০জন অন্যান্য ধর্মের অনুসারী।
রাঙ্গামাটি শহরের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৬৭ সালে টাউন কমিটি গঠিত হয়। এ কমিটি ১৯৭১ সাল পর্যন্ত কার্যকর ছিল। ১৯৭২ সালে রাঙ্গামাটি ও ঝগড়াবিল মৌজার ৬৪.৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রাঙ্গামাটি পৌরসভা গঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান ছিলেন ছৈয়দ তফাজ্জল হোসেন। এ পৌরসভাকে ১৯৮৭ সালের ২০ সেপ্টেম্বর খ শ্রেণী এবং ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি ক শ্রেণীতে উন্নীত করা হয়।[২]
রাঙ্গামাটি পৌরসভার সাক্ষরতার হার ৭০.১০%।[১] এ পৌরসভায় ১টি মেডিকেল কলেজ, ২টি সরকারি কলেজ, ১টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
পুলিন বিহারী দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিলাইছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মৈত্রী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাজদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাজা নলিরাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
রাঙ্গামাটি পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এছাড়া বড়ইছড়ি-রাঙ্গামাটি সড়ক হয়েও চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে যোগাযোগ করা যায়। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।