এই নিবন্ধটি শহর পরিচালনাকারী স্থানীয় সরকার সংস্থা সম্পর্কে। এ পৌরসভার আওতাধীন শহরের জন্য
লাকসাম দেখুন। অন্য ব্যবহারের জন্য
লাকসাম (দ্ব্যর্থতা নিরসন) দেখুন।
লাকসাম পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি পৌরসভা ।
আয়তন
জনসংখ্যা
অবস্থান ও সীমানা
লাকসাম উপজেলার মধ্যাংশে লাকসাম পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কান্দিরপাড় ইউনিয়ন , দক্ষিণ-পশ্চিমে গোবিন্দপুর ইউনিয়ন , দক্ষিণে উত্তরদা ইউনিয়ন ও আজগরা ইউনিয়ন , পূর্বে লাকসাম পূর্ব ইউনিয়ন ও লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন এবং উত্তরে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
নামকরণ
প্রতিষ্ঠাকাল
প্রশাসনিক এলাকা
লাকসাম পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ (পশ্চিমগাঁও লাকসাম কুমিল্লা)
এ,মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাই স্কুল)
আল আমিন ইনস্টিটিউশন
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিএন হাই স্কুল
গাজীমুড়া কামিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
অর্থনীতি
দর্শনীয় স্থান
লাকসাম জংশন লেক
শ্রী শ্রী জগন্নাথ মন্দির
অতুল কৃষ্ণ রায়চৌধুরী বাড়ি (মৈষান বাড়ি)
নবাব ফয়জুন্নেসা হাউস
জগন্নাথ বাড়ি লেক
গাজীমুরা লেক
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
জনাব তাজুল ইসলাম. মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়
আলহাজ্ব সুরুজ মিয়া সাহেব
আলহাজ চান মিয়া সাহেব
জনপ্রতিনিধি
জনাব মোহাম্মদ তাজুল ইসলাম (মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভার মন্ত্রণালয়)
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ